বুধবার, ২৭ মার্চ ২০১৩
তিব্বত ২০১৩ সালে জীবনমান উন্নয়ন প্রকল্প চালু করেছে
Home Page » ফিচার » তিব্বত ২০১৩ সালে জীবনমান উন্নয়ন প্রকল্প চালু করেছে২৭ মার্চ: মঙ্গলবারে তিব্বত স্বায়ত শাসিত আঞ্চলের স্বাস্থ্যরক্ষা ব্যুরো ২০১৩ সালে জীবনমানউন্নয়ন প্রকল্প চালু করেছে। এ প্রকল্পটির মধ্যে রয়েছে শহুর ও গ্রামীণ নাগরিকদের শারিরীক পরীক্ষা, সদ্যজাত শিশুর হৃদরোগ চিকিত্সা এবং দরিদ্র মানুষের চোখের ছানি চিকিত্সা করা। এসব প্রকল্প অনুসারে তিব্বতের শিশু ও যুবক বিনামূল্যে তাদের স্বাস্থ্য-সেবা গ্রহণ করতে পারবে।
তিব্বতে সদ্যজাত শিশুর হৃদরোগের চিকিত্সা শুরু হয়েছে গতবছর থেকে।গতবছর চালু হওয়া এ প্রকল্পের অধীনে অনুসন্ধান করা এক পরিসংখ্যান থেকে জানা গেছে যে, সদ্যজাত শিশুর হৃদরোগ রয়েছে এমন বাচ্চাদের সংখ্যা ছিল ১৯৪৯টি। এবং তাদের মধ্যে ১২২০টি শিশুর অপারেশন করা হয়। বাকি শিশুরাও চলতি বছরের মধ্যে বিনামূল্যে চিকিত্সার সুবিধা পাবে।
বাংলাদেশ সময়: ১৮:১৮:২৫ ৬০৭ বার পঠিত