বুধবার, ১ সেপ্টেম্বর ২০২১

৭ উইকেটে জয় বাংলাদেশের

Home Page » ক্রিকেট » ৭ উইকেটে জয় বাংলাদেশের
বুধবার, ১ সেপ্টেম্বর ২০২১



 ফাইল ছবি

বঙ্গনিউজঃ প্রথম টি-টুয়ান্টিতে বাংলাদেশের বিপক্ষে টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে মাত্র ৬০ রানেই অলআউট হয়ে যায় নিউজিল্যান্ড। প্রথম ওভারেই নিউজিল্যান্ডের অভিষিক্ত ব্যাটসম্যান রাচিন রবীন্দ্রকে ০ রানে সাজঘরে ফেরান মাহেদী হাসান। প্রথম ৪ ওভারে ৯ রান তুলতেই ৪ উইকেট হারায় কিউইরা। অধিনায়ক টম লাথাম এবং হেনরী নিকলস কিছুটা প্রতিরোধ গড়লেও তা কার্যকরী হয়নি। মাত্র ১৬.৫ ওভারেই অলআউট হয়ে যায় নিউজিল্যান্ড। বাংলাদেশের পক্ষে মুস্তাফিজুর রহমান ৩ উইকেট এবং সাকিব, নাসুম ও সাইফুদ্দিন ২ টি করে উইকেট নেন। মাহেদী হাসান নেন ১ উইকেট।
৬১ রান তাড়া করতে নেমে ১ রান করেই ফিরে যান নাঈম। লিটনেও রানে ফিরতে পারেননি। দলীয় ৭ রানের মাথায় তিনিও ফিরে যান। সাকিব এবং মুশফিক প্রাথমিক বিপর্যয় সামাল দেন। ২৫ রান করে সাকিব ফিরেও গেলেও মুশফিক এবং অধিনায়ক মাহমুদউল্লাহ বাংলাদেশকে জয়ের বন্দরে পৌঁছে দেন। মুশফিক ১৬ এবং মাহমুদউল্লাহ ১৪ রানে অপরাজিত থাকেন।
স্কোরঃ
নিউজিল্যান্ড-৬০/১০ ওভারঃ১৬.৫
( লাথাম -১৮,মুস্তাফিজুর ৩/১২,নাসুম-২/৫,সাকিব-২/১০)
বাংলাদেশ- ৬২/৩ ওভারঃ১৫
(সাকিব-২৫, মুশফিক-১৬*, মাহমুদউল্লাহ-১৪*, প্যাটেল-১/৭)

বাংলাদেশ সময়: ১৯:৪০:৪১   ৮২০ বার পঠিত   #  #  #  #  #