শনিবার, ২৮ আগস্ট ২০২১
কবি ইমাম হোসেন শিকদারের জীবনী ও গ্রন্থ
Home Page » সাহিত্য » কবি ইমাম হোসেন শিকদারের জীবনী ও গ্রন্থকবি ইমাম হোসেন শিকদার ১৬ জুলাই ১৯৬৮ খৃষ্টাব্দ আনুমানিক, চাঁদপুর জেলার মতলব উওর উপজেলার কেশাইর কান্দি গ্রামে এক মুসলিম সম্ভান্ত্র পরিবারে জন্ম গ্রহন করেন। পিতা মৃত কালাই মিয়া শিকদার মাতা মৃত বেগম গোল বানু। তিনি এস এস সি ছেংগার চর মডেল হাই স্কুল, এইচ এস সি ছেংগার চর ডিগ্রি কলেজ ও ঢাকা সিটি কলেজ থেকে বিএ পর্যন্ত লেখা পড়া করে কর্ম জীবনে চলে আসেন। ছোট বেলা থেকে তাঁর লেখা পড়ার প্রতি ভীষণ আগ্রহ ছিল, তবে তাঁর মনের মত উচ্চপর্যায় পর্যন্ত শিক্ষা এখনো শেষ হয়নি।
তিনি একজন কর্মঠ ব্যাক্তিত্ব এবং শিল্প সাহিত্য ভক্ত। মানুষের মন আর প্রকৃতির কথা তাঁর লেখায় নিপুনভাবে ফুটে ওঠে। তাঁর ১ম যৌথ কাব্যগ্রন্হ ‘ স্বপ্ন কাহন-২ ‘দ্বিতীয় যৌথ কাব্যগ্রন্হ’ নির্ঘুম প্রহরে ‘তৃতীয় যৌথ কাব্যগ্রন্হ ‘শুন্য দশকের কবি’। এ ছাড়াও তিনি সামাজিক ভাবে সমাজের উন্নয়ন মূলক কর্মকান্ডে জড়িত আছেন। তিনি মধ্য রসুল পুর বড় মসজিদের সিনিয়র সহ সভাপতি, মধ্য রসুলপুর হাফেজিয়া নূরানী মাদ্রাসার সিনিয়র সহ সভাপতি৷ বর্তমানে তিনি বি এস ট্রেডিং কর্পোরেশন এর এরিয়া ম্যানাজার হিসেবে কর্মরত আছেন।
বাংলাদেশ সময়: ২১:৪১:০৬ ১০৯০ বার পঠিত # #কবি #গ্রন্থ #জীবনী #বাংলা #লেখক #সাহিত্যিক