মঙ্গলবার, ২০ আগস্ট ২০১৩
” মুসলিম ব্রাদারহুডের আধ্যাত্মিক নেতা গ্রেপ্তার”
Home Page » প্রথমপাতা » ” মুসলিম ব্রাদারহুডের আধ্যাত্মিক নেতা গ্রেপ্তার”বঙ্গ-নিউজ ডটকম:মিশরের রাষ্ট্রীয় গণমাধ্যম বলছে, মুসলিম ব্রাদারহুডের আধ্যাত্মিক নেতা মোহাম্মদ বাদিয়িকে কায়রো থেকে গ্রেপ্তার করা হয়েছে।মি. বাদিয়িকে পূর্বাঞ্চলীয় নাসর শহরের একটি এপার্টমেন্টে আটক রাখা হয়েছে বলে খবর পাওয়া যাচ্ছে।
সম্পর্কিত বিষয়
আন্তর্জাতিক
নাসর শহরেই গত সপ্তাহে ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট মোহাম্মদ মোরসির সমর্থকদের একটি বড় জমায়েত হটিয়ে দেয়া হয়েছিল, যাতে কয়েক’শ মানুষ মারা যায়।
কিছুদিন আগেই মোহাম্মদ বাদিয়ির ছেলে, আমর বাদিয়ি একটি বিক্ষোভ চলাকালে পুলিশের গুলিতে নিহত হন।
সংবাদদাতারা বলছেন, মি. বাদিয়ির গ্রেপ্তার মুসলিম ব্রাদারহুডের জন্য বেশ বড় একটি আঘাত এবং এই গ্রেপ্তার অন্তর্বর্তীকালীন সরকার এবং ব্রাদারহুডের মধ্যে উত্তেজনা আরো বাড়িয়ে দেবে।
এরই মধ্যে ব্রাদারহুডের সিনিয়র নেতাদের অধিকাংশই গ্রেপ্তার হয়েছেন। যার মধ্যে মি. বাদিয়ির ডেপুটি খাইরাত-আল-শাতিরও রয়েছেন।
অব্যাহত সহিংসতার পরিপ্রেক্ষিতে মিশরে এখনো জরুরী অবস্থা জারি রয়েছে।
গত বুধবার থেকে এখনো পর্যন্ত সহিংসতায় প্রায় ৯০০ জন নিহত হয়েছেন বলে খবর পাওয়া যাচ্ছে।
নিহতদের মধ্যে শতাধিক পুলিশ এবং সেনাসদস্যও রয়েছেন।
বাংলাদেশ সময়: ১০:০৭:৩০ ৩৩৮ বার পঠিত