বৃহস্পতিবার, ২৬ আগস্ট ২০২১
সিলেটে সিএনজি চালকের অতিরিক্ত ভাড়া আদায়ের মানববন্ধন
Home Page » প্রথমপাতা » সিলেটে সিএনজি চালকের অতিরিক্ত ভাড়া আদায়ের মানববন্ধনবঙ্গনিউজঃ সিএনজি চালকদের নৈরাজ্য ও অযৌক্তিক ভাড়া বৃদ্ধির প্রতিবাদে মানববন্ধন করেছে যাত্রী অধিকার পরিষদ। বুধবার বিকালে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়। সংগঠনের সভাপতি অধ্যাপক জ্যোতিষ মজুমদারের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সুব্রত রায়ের পরিচালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন সহ-সভাপতি এম.এ.মতিন, কামরুজ্জামান চৌধুরী, বাহার উদ্দিন আকন্দ, মাহবুবুর রউফ নয়ন, যুগ্ম সাধারণ সম্পাদক শাহরিয়ার চৌধুরী অভি ,আব্দুল মালিক মানিক, প্রচার সম্পাদক ইস্তাক আহমেদ, সদস্য ফয়ছল মিয়া, অর্ণব তালুকদার দীপু, প্রমথ দাস, লিটন মিয়া প্রমুখ।লকডাউনের পর ও প্রশাসনের দোহাই দিয়ে সিএনজি চালক কর্তৃক অতিরিক্ত ভাড়া আদায় ও যাত্রী হয়রানির তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেন। তারা মাস্ক পরা সহ স্বাস্থ্যবিধির তোয়াক্কা না করে এবং সিএনজির পেছনের সিটে গাদাগাদি করে যাত্রী পরিবহনের প্রতিবাদ জানান। তারা অবিলম্বে পূর্বের নিয়মে সিএনজি চলাচল এবং ভাড়া আদায়ের দাবি জানান। অন্যথায় তুমুল আন্দোলন গড়ে তোলার হুঁশিয়ারি উচ্চারণ করেন।এদিকে সিএনজি চালকদের সাথে কথা বলে যানা যায়,পুলিশের হয়রানির কারণেই মূলত তারা অতিরিক্ত ভাড়া আদায় করছে। সিএনজি তে তিনজন করে যাত্রী নেওয়ার কথা, তিনজনের অধিক যাত্রী নিলেই মামলার কাগজ হাতে ধরিয়ে দিচ্ছে পুলিশ, সেইজন্যই চালকরা অতিরিক্ত ভাড়া আদায় করছে। স্বাস্থ্যবিধি তোয়াক্কা না করেই পেছনের সিটে তিনজন করে যাত্রী নিচ্ছে চালকরা।যাত্রী অধিকার পরিষদের বক্তরা বলেন যদি দ্রুত এই অতিরিক্ত ভাড়া আদায়ের কোন সমাধান না করা হয় তাহলে কঠোর আন্দোলনে যাবে।
বাংলাদেশ সময়: ১৩:৩৩:০২ ৬৮৫ বার পঠিত # #অতিরিক্ত #চালক #ভাড়া আদায়ের #মানববন্ধন #সিএনজি #সিলেট