মঙ্গলবার, ২৪ আগস্ট ২০২১

দেশে চালু হতে যাচ্ছে ৫জি সেবা

Home Page » জাতীয় » দেশে চালু হতে যাচ্ছে ৫জি সেবা
মঙ্গলবার, ২৪ আগস্ট ২০২১



৫জি মোবাইল নেটওয়ার্ক

বঙ্গ-নিউজ: পঞ্চম প্রজন্মের ওয়্যারলেস সিস্টেম বা ৫জি মোবাইল নেটওয়ার্ক সেবা চালু হতে যাচ্ছে বাংলাদেশে। প্রাথমিকভাবে রাজধানী ঢাকার প্রায় ২০০টি স্থানে এই সেবা পাওয়া যাবে। ইতোমধ্যেই এ বিষয়ে একটি প্রকল্প হাতে নিয়েছে সরকারের সংশ্লিষ্ট বিভাগ। দেশে ৫জি সেবা চালু হলে শিক্ষা, চিকিৎসা ও অন্যান্য ক্ষেত্রে বৈপ্লবিক পরিবর্তন সূচিত হবে বলে মনে করা হচ্ছে।

জানা গেছে, ৫জি সেবা দিতে রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান টেলিটককে ২ হাজার ১৪৪ কোটি টাকার প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে। এই অর্থ রাষ্ট্র নিয়ন্ত্রিত কোম্পানিটি তাদের নেটওয়ার্ক আধুনিকায়নে ব্যয় করবে। চলতি বছরের এপ্রিল থেকে ডাক ও টেলিযোগাযোগ বিভাগের অধীনে এ প্রকল্পটি শুরু হয়েছে। আগামী ২০২৩ সালের নভেম্বরের মধ্যে টেলিটক বাংলাদেশ লিমিটেড এটি বাস্তবায়ন করবে।

অবশ্য প্রকল্প শেষ হলেই যে ৫জি নেটওয়ার্ক চালু হবে, বিষয়টি এমন নয়। বর্তমানে দেশে কার্যরত ২জি, ৩জি ও ৪জি সেবার অবকাঠামো উন্নয়নে কাজ চলছে। ৫জি তথা পঞ্চম প্রজন্মের এই সেবা চালুর প্রস্তুতি হিসেবে বেশ কিছু যন্ত্রপাতিও স্থাপন করা হবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। আবার ৫জি নেটওয়ার্ক সেবা পেতে হলে ৫জি সমর্থন করে এমন মোবাইল ফোনেরও দরকার হবে। এর মাধ্যমে শিক্ষা, বাণিজ্য, স্বাস্থ্য, ব্যাংকিং ও যোগাযোগের সব মাধ্যমে বড় ধরনের পরিবর্তন আসবে বলে মনে করা হচ্ছে।

৫জি নেটওয়ার্ক সেবা বিশ্বের বেশ কিছু বড় দেশে ইতোমধ্যে চালু রয়েছে। যেমন- যুক্তরাষ্ট্র, চীন, জাপান, যুক্তরাজ্য, স্পেন, সুইজারল্যান্ড ও দক্ষিণ কোরিয়ার মতো দেশগুলো এই সেবা দিয়ে যাচ্ছে। একই সঙ্গে এই সেবাকে আরো কীভাবে উন্নত করা যায়, সেটি নিয়েও কাজ করছে দেশগুলো। আগামী কয়েক বছরের মধ্যে আরো অনেক দেশ এই সেবার সঙ্গে যুক্ত হবে বলে ধারণা করা হচ্ছে।

প্রসঙ্গত, মোবাইল ফোনের পঞ্চম জেনারেশন ইন্টারনেটকে সংক্ষেপে বলা হয় ফাইভজি বা ৫জি। ৪জির তুলনায় অনেক দ্রুতগতিতে ইন্টারনেট থেকে তথ্য ডাউনলোড-আপলোড করা যায় এই ৫জি সেবায়। বিশেষজ্ঞদের ধারণা, ৪জি নেটওয়ার্কের চেয়ে প্রায় ১০ থেকে ২০ গুণ বেশি গতি দিতে পারে ৫জি। ২০১৮ সালে বাংলাদেশে এ সংক্রান্ত একটি পরীক্ষা চালানো হয়। এতে ৫জির গতি উঠেছিল ৪ দশমিক ১৭ জিবিপিএস।

বাংলাদেশ সময়: ২০:১৯:৫৪   ৫৫৪ বার পঠিত   #  #  #  #