মঙ্গলবার, ২৪ আগস্ট ২০২১
আফগান থেকে ঢাকায় ফিরছেন ১৫০ আফগান ছাত্রী
Home Page » জাতীয় » আফগান থেকে ঢাকায় ফিরছেন ১৫০ আফগান ছাত্রীবঙ্গ-নিউজ: বাংলাদেশে পড়তে আসা ১৫০ আফগান ছাত্রী করোনার কারণে দেশে ফিরে গিয়েছিলেন। তালেবানের নিয়ন্ত্রণের পর তারা এখন দেশ ছাড়তে চাইছেন। কিন্তু আফগানিস্তানের অস্থিতিশীল এই সময়ে দেশ ত্যাগ করা মোটেও সহজ নয়। অনেক চড়াই-উতরাইয়ের পর অবশেষে আগামীকাল একটি চার্টার্ড ফ্লাইটে তাদেরকে বাংলাদেশে নিয়ে আসার ব্যবস্থা করা হয়েছে।
এই আফগান ছাত্রীদের সবাই চট্টগ্রামে অবস্থিত এশিয়ান ইউনিভার্সিটি ফর উইম্যানের (এইউডব্লিউ) শিক্ষার্থী। বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকেই তাদের জন্য এই বিশেষ উড়োজাহাজের ব্যবস্থা করা হয়েছে। জানা গেছে, ইতোমধ্যে ওই ছাত্রীরা কাবুলের হামিদ কারজাই আন্তর্জাতিক বিমানবন্দরে জড়ো হয়েছেন। ঢাকায় নেমেই তারা চট্টগ্রামের উদ্দেশে রওয়ানা দেবেন।
বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আপাতত এই পদক্ষেপের কথা গোপন রাখতে চায়। তাই বিস্তারিত কিছু জানাতে রাজি নয়। কারণ কোনো অজুহাত দেখিয়ে শেষ মুহূর্তে তালেবান এই শিক্ষার্থীদের বাংলাদেশে আসা বাধাগ্রস্ত করতে পারে। তাতে করে তাদের জীবন পুরোপুরি ঝুঁকির মধ্যে পড়বে।
জানা যায়, দেশের পরিস্থিতি আঁচ করতে পেরে গত জুলাই মাসের শুরু থেকেই বাংলাদেশে ফিরতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে আসছিল এই শিক্ষার্থীরা। কিন্তু করোনাসহ নানা কারণে কর্তৃপক্ষ তাদেরকে সাহায্য করতে পারেনি। তাছাড়া কেউই ধারণা করতে পারেনি, এত দ্রুত তালেবানরা আফগানিস্তানের নিয়ন্ত্রণ নিয়ে নেবে।
দক্ষিণ এশিয়ার মধ্যে বেশ নামকরা প্রতিষ্ঠান এশিয়ান ইউনিভার্সিটি ফর উইম্যান (এইউডব্লিউ)। মূলত আফগানিস্তান, ফিলিস্তিন, মিয়ানমারের মতো নিম্ন আয়ের ও ঝুঁকিপূর্ণ দেশগুলোর নারী শিক্ষার্থীরা এখানে পড়তে আসেন। বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে তাদের জন্য বৃত্তির ব্যবস্থা করা হয়। প্রতিষ্ঠানটির উপাচার্য যুক্তরাজ্যের সাবেক প্রধানমন্ত্রী টনি ব্লেয়ারের স্ত্রী শেরি ব্লেয়ার।
বাংলাদেশ সময়: ১৯:৫৫:৫৬ ৭৭৮ বার পঠিত #আফগান ছাত্রী #তালেবান #শেরি ব্লেয়ার