আফগান থেকে ঢাকায় ফিরছেন ১৫০ আফগান ছাত্রী

Home Page » জাতীয় » আফগান থেকে ঢাকায় ফিরছেন ১৫০ আফগান ছাত্রী
মঙ্গলবার, ২৪ আগস্ট ২০২১



শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দর

বঙ্গ-নিউজ: বাংলাদেশে পড়তে আসা ১৫০ আফগান ছাত্রী করোনার কারণে দেশে ফিরে গিয়েছিলেন। তালেবানের নিয়ন্ত্রণের পর তারা এখন দেশ ছাড়তে চাইছেন। কিন্তু আফগানিস্তানের অস্থিতিশীল এই সময়ে দেশ ত্যাগ করা মোটেও সহজ নয়। অনেক চড়াই-উতরাইয়ের পর অবশেষে আগামীকাল একটি চার্টার্ড ফ্লাইটে তাদেরকে বাংলাদেশে নিয়ে আসার ব্যবস্থা করা হয়েছে।

এই আফগান ছাত্রীদের সবাই চট্টগ্রামে অবস্থিত এশিয়ান ইউনিভার্সিটি ফর উইম্যানের (এইউডব্লিউ) শিক্ষার্থী। বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকেই তাদের জন্য এই বিশেষ উড়োজাহাজের ব্যবস্থা করা হয়েছে। জানা গেছে, ইতোমধ্যে ওই ছাত্রীরা কাবুলের হামিদ কারজাই আন্তর্জাতিক বিমানবন্দরে জড়ো হয়েছেন। ঢাকায় নেমেই তারা চট্টগ্রামের উদ্দেশে রওয়ানা দেবেন।

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আপাতত এই পদক্ষেপের কথা গোপন রাখতে চায়। তাই বিস্তারিত কিছু জানাতে রাজি নয়। কারণ কোনো অজুহাত দেখিয়ে শেষ মুহূর্তে তালেবান এই শিক্ষার্থীদের বাংলাদেশে আসা বাধাগ্রস্ত করতে পারে। তাতে করে তাদের জীবন পুরোপুরি ঝুঁকির মধ্যে পড়বে।

জানা যায়, দেশের পরিস্থিতি আঁচ করতে পেরে গত জুলাই মাসের শুরু থেকেই বাংলাদেশে ফিরতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে আসছিল এই শিক্ষার্থীরা। কিন্তু করোনাসহ নানা কারণে কর্তৃপক্ষ তাদেরকে সাহায্য করতে পারেনি। তাছাড়া কেউই ধারণা করতে পারেনি, এত দ্রুত তালেবানরা আফগানিস্তানের নিয়ন্ত্রণ নিয়ে নেবে।

দক্ষিণ এশিয়ার মধ্যে বেশ নামকরা প্রতিষ্ঠান এশিয়ান ইউনিভার্সিটি ফর উইম্যান (এইউডব্লিউ)। মূলত আফগানিস্তান, ফিলিস্তিন, মিয়ানমারের মতো নিম্ন আয়ের ও ঝুঁকিপূর্ণ দেশগুলোর নারী শিক্ষার্থীরা এখানে পড়তে আসেন। বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে তাদের জন্য বৃত্তির ব্যবস্থা করা হয়। প্রতিষ্ঠানটির উপাচার্য যুক্তরাজ্যের সাবেক প্রধানমন্ত্রী টনি ব্লেয়ারের স্ত্রী শেরি ব্লেয়ার।

বাংলাদেশ সময়: ১৯:৫৫:৫৬   ৭৭৭ বার পঠিত   #  #  #




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

জাতীয়’র আরও খবর


সালাম, আমান, রিজভী, খোকন, শিমুল ও এ্যানিসহ গ্রেফতার শতাধিক
ভারতকে হারিয়ে টাইগারদের সিরিজ জয় নিশ্চিত
 নয়াপল্টনে বিএনপি নেতাকর্মীদের সাথে পুলিশের সংঘর্ষ ,নিহত ১
বিয়েবর্হিভূত যৌন সম্পর্ক নিষিদ্ধ: প্রতিবাদে বিক্ষােভ ইন্দোনেশিয়ায়
আড়াইহাজারে অর্থনৈতিক অঞ্চল উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
কোয়ার্টারে ব্রাজিল ক্রোয়েশিয়া মুখোমুখি
ব্যাংকে টাকা নিয়ে গুজবে কান না দেয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
মাধ্যমিক স্কুলে ভর্তির লটারি ১২ ও ১৩ ডিসেম্বর
২০ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে করোনা টিকার চতুর্থ ডোজ
সউদী আরব তৈরি করবে বিশ্বের বৃহত্তম বিমানবন্দর

আর্কাইভ