মঙ্গলবার, ২৪ আগস্ট ২০২১
মধ্যনগরে বজ্রপাতে নিহতদের আর্থিক সহায়তা প্রদান
Home Page » সারাদেশ » মধ্যনগরে বজ্রপাতে নিহতদের আর্থিক সহায়তা প্রদান
বঙ্গনিউজঃ সুনামগঞ্জ জেলার মধ্যনগর উপজেলার চামরদানী ইউনিয়নের দুগনই গ্রামে বজ্রপাতে নিহতদের জেলা প্রশাসকের পক্ষ থেকে আজ দুপুর ১২ টায় জানাযায় অংশগ্রহণ শেষে নগদ ২০ হাজার টাকা করে আর্থিক সহযোগিতা প্রদান করেন ধর্মপাশা উপজেলা নির্বাহী কর্মকর্তা মুনতাসীর হাসান পলাশ।
এই সময় উপস্থিত প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্রজেশ চন্দ্র দাস , সদর ইউপি চেয়ারম্যান প্রবীর বিজয় তালুকদার, চামরদানী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ওয়াসিল আহম্মদ, ইউপি সচিব মোঃ আব্দুল হালিম, সাংবাদিক আতিক ফারুকী,উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক ওয়াসিফ ইরতীজা আলভী প্রমুখ।
বাংলাদেশ সময়: ১৩:৫৮:২২ ৬৬৬ বার পঠিত # #নিহত #প্রজেশ চন্দ্র দাস #বজ্রপাত #মধ্যনগর #সহায়তা #সুনামগঞ্জ