মঙ্গলবার, ২৪ আগস্ট ২০২১

তালেবানের বিরুদ্ধে যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে এনআরএফ

Home Page » প্রথমপাতা » তালেবানের বিরুদ্ধে যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে এনআরএফ
মঙ্গলবার, ২৪ আগস্ট ২০২১



ফাইল ছবি

বঙ্গনিউজঃ  আফগানিস্তানে তালেবান বিরোধী বিদ্রোহী গোষ্ঠী ন্যাশনাল রেজিস্টেন্স ফ্রন্ট অব আফগানিস্তান (এনআরএফ) বলছে, তাদের হাজার হাজার সদস্য তালেবানের বিরুদ্ধে যুদ্ধ করতে প্রস্তুত।এনআরএফ এর বৈদেশিক সম্পর্ক বিষয়ক প্রধান আলী নাজারি বলেন, তালেবানের সঙ্গে আমরা শান্তিপূর্ণ আলোচনা চালিতে যেতে চাই। কিন্তু আলোচনা যদি ব্যর্থ হয় তাহলে আমরা তাদের আগ্রাসন মেনে নেব না। খবর বিবিসিরআফগানিস্তানের বেশিরভাগ এলাকা তালেবান দখলে নিলেও পাঞ্জশির তাদের দখলে যায়নি। পাঞ্জশিরে প্রবেশ করতে গিয়ে গত কয়েক দিনে বাধার মুখে পড়তে হয়েছে তালেবানকে।পাঞ্জশিরের নিয়ন্ত্রণ এখনো এনআরএফ এর হাতে। তালেবানের হাতে ক্ষমতা হারানো আফগান সরকারের ভাইস প্রেসিডেন্ট আমরুল্লাহ সালেহ পাঞ্জশিরে রয়েছেন।এ দিকে তালেবানরা বলছে, তারা পাঞ্জশির উপত্যকা ঘিরে ফেলেছে। সেখানে অভিযান চালানো হবে।হামলা ঠেকানোর জন্য পাঞ্জশির অঞ্চল বিখ্যাত। ১৯৭৯ সাল থেকে ১৯৮৯ সাল পর্যন্ত সোভিয়েত-আফগান যুদ্ধের সময় সোভিয়েত সেনাদের হঠানো এবং ১৯৯০ এর দশকে তালেবানদের হটিয়ে দেয়ার জন্য ওই অঞ্চল বিখ্যাত।

বাংলাদেশ সময়: ১১:৪৪:০৭   ৪৩৪ বার পঠিত   #  #  #  #  #