সোমবার, ২৩ আগস্ট ২০২১
ভাঙ্গায় পুলিশ কনস্টেবল নিয়োগ সংক্রান্তে অতিরিক্ত পুলিশ সুপারের প্রেস ব্রিফ
Home Page » প্রথমপাতা » ভাঙ্গায় পুলিশ কনস্টেবল নিয়োগ সংক্রান্তে অতিরিক্ত পুলিশ সুপারের প্রেস ব্রিফ ব্যুরো চিফ, ফরিদপুরঃ-
ফরিদপুরের ভাঙ্গায় পুলিশ কনস্টেবল নিয়োগ সংক্রান্তে এক সংবাদ সম্মেলন করা হয়েছে। সোমবার সকাল ১১টায় ভাঙ্গা থানা কার্যালয়ে সংবাদ সম্মেলন করেন অতিরিক্ত পুলিশ সুপার (ভাঙ্গা সার্কেল) ফাহিমা কাদের চৌধুরী।
লিখিত বক্তব্যে তিনি বলেন, জেলায় স্বচ্ছতার মাধ্যমে মাত্র একশ টাকা খরচে পুলিশ কনস্টেবল পদে নিয়োগ দেয়া হবে। বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তত্ত্বাবধাণে ও পুলিশের ইন্সপেক্টর জেনারেল (আইজি) ড. বেনজীর আহমেদের (বিপিএম- বার) প্রত্যক্ষ নির্দেশনা ও তত্ত্বাবধানে সর্বোচ্চ স্বচ্ছতার মাধ্যমে যোগ্য প্রার্থী নির্বাচনে নতুন নিয়ম ও পদ্ধতির প্রবর্তণ করা হয়েছে। প্রিলিমিনারি স্ক্রিনিং, শারীরিক মাপ ও সক্ষমতা যাচাই, লিখিত পরীক্ষা, মনস্তাত্ত্বিক ও মৌখিক পরীক্ষা, প্রাথমিক নির্বাচন, পুলিশ ভেরিফিকেশন ও স্বাস্থ্য পরীক্ষা এবং চূড়ান্তভাবে প্রশিক্ষণে অন্তর্ভুক্তকরণ। এই সাতটি ধাপ অতিক্রম করার পরেই নিয়োগ চূড়ান্ত হবে।
তিনি আরও বলেন, কোন প্রকার তদবির, ঘুষ-বাণিজ্য বা অবৈধ লেনদেনে জড়িত হলে কঠোর পদক্ষেপ গ্রহণ করা হবে। এ ব্যপারে আগ্রহী প্রার্থীদেরকে সতর্ক ও পুলিশের পক্ষ থেকে সকলের আন্তরিক সহযোগিতা কামনা করা হয়েছে। আগামী মাসের মধ্যে পুলিশের নিয়োগ হওয়ার কথা রয়েছে বলেও জানানো হয়।
এসময় উপস্থিত ছিলেন ভাঙ্গা থানার অফিসার ইনচার্জ সৈয়দ লুৎফর রহমান, স্থানীয় পত্রিকার সম্পাদকবৃন্দ, বিভিন্ন প্রিন্ট, ইলেক্ট্রনিক্স ও অনলাইন মিডিয়ার সংবাদকর্মী, এস আই আজাদ সহ পুলিশ কর্মকর্তা ও সদস্যবৃন্দ।
বাংলাদেশ সময়: ১৮:১৯:৪৩ ৫৯৮ বার পঠিত #পুলিশ কনস্টেবল নিয়োগ #ফরিদপুর #ভাঙ্গা #সংবাদ সম্মেলন