সোমবার, ২৩ আগস্ট ২০২১

মধ্যনগরে ২৪ ঘন্টায় রহস্যজনক ক্লু-লেস হত্যাকাণ্ডের তথ্য উদঘাটন

Home Page » বিবিধ » মধ্যনগরে ২৪ ঘন্টায় রহস্যজনক ক্লু-লেস হত্যাকাণ্ডের তথ্য উদঘাটন
সোমবার, ২৩ আগস্ট ২০২১



মধ্যনগরে ২৪ ঘন্টায় রহস্যজনক ক্লু-লেস হত্যাকাণ্ডের তথ্য উদঘাটনস্টাফ রিপোর্টার,বঙ্গ-নিউজঃসুনামগঞ্জ জেলার মধ্যনগর উপজেলার সদর ইউনিয়নের ফারুকনগর গ্রামে মৃত সুধীর চন্দ্র সরকারের ছেলে  সুভাষ চন্দ্র সরকার(৬৩)  নামের  এক বৃদ্ধ ব্যক্তিকে হত্যা করেছেন তার পরিবারের সদস্য  স্ত্রী, ছেলে ও পুত্রবধূ।হত্যাকারীরা মধ্যনগর থানা পুলিশের কাছে হত্যাকাণ্ডের দায় স্বীকার করে আদালতে  জবানবন্দিও দিয়েছে ।  গত বুধবার রাত আড়াইটার দিকে বাড়ির সামনের  মনাই নদী থেকে সুভাষ চন্দ্র সরকারের লাশ উদ্ধার করেন মধ্যনগর  থানা পুলিশ।পরে শনিবার সামাজিক যোগাযোগ মাধ্যম মধ্যনগর থানার ভেরিফাইড ফেইসবুক একাউন্টের একটি স্ট্যাটাসে  এই ক্লু-লেস হত্যাকাণ্ডের তথ্য প্রকাশিত করেছে। স্ট্যাটাসটিতে উল্লেখ করা হয়”মধ্যনগর থানাধীন ফারুকনগর গ্রামের জনৈক সুভাষ চন্দ্র সরকার (৬৩) পিতা- মৃত সুধীর চন্দ্র সরকার। বিগত প্রায় এক বছর যাবৎ অনেকটা অস্বাভাবিক জীবনাচরণ করতেন। কোন কাজকর্ম করতেন না, এমনকি কারও সাথে প্রয়োজন ছাড়া কোন কথাও বলতেন না।এই সুভাষ চন্দ্র সরকারকে মৃত অবস্থায় তার পা রশি দিয়ে বাঁধা, গলায় রশি প্যাঁচানো অবস্থায় বসত বাড়ির পূর্ব পাশে স্থানীয় মনাই নদীর পাড় সংলগ্ন পানিতে ভাসমান অবস্থায় পেয়ে গত ১৮/৮/২১ ইং দিবাগত রাত অর্থাৎ ১৯/৮/২১ ইং রাত অনুমান ০১.৩০ ঘটিকার সময় তার ছেলে সুজিত সরকার (৩২), লোক মারফত থানায় সংবাদ প্রদান করেন।স্ট্যাটাসে ওসি বলেন ::আমি মধ্যনগর থানার অফিসার ইনচার্জ হিসেবে অত্র সংবাদ পাওয়া মাত্রই উর্ধতন কতৃপক্ষকে অবহিত করে সংগীয় অফিসার ফোর্সদের সমন্বয়ে মধ্যনগর থানার একটি চৌকস পুলিশ দল নিয়ে নৌকা যোগে দ্রুত ফারুকনগরের উদ্দেশ্য রওয়ানা হই এবং রাত ০২.৩০ ঘটিকার মধ্যেই ঘটনাস্থলে পৌঁছাতে সক্ষম হই।  মৃতদেহ উদ্ধার পূর্বক ভালভাবে পর্যবেক্ষণ শেষে মৃতের স্ত্রী সন্তান সহ প্রতিবেশীদের পর্যায়ক্রমে জিজ্ঞাসাবাদ করতে শুরু করি। ইতোমধ্যে ধর্মপাশা সার্কেলের সার্কেল অফিসার মহোদয় ঘটনাস্থলে এসে পড়লে স্যারের নির্দেশনায় সুরতহাল রিপোর্ট প্রস্তুত সহ সার্বিক আইনী কার্যক্রম শুরু হয়। আমরা সকলেই ধারনা করি এটি একটি হত্যামূলক ঘটনা। আমাদের তদন্তটিম মৃতের পরিবারের লোকজন, প্রতিবেশী, আত্মীয় স্বজন সহ সংশ্লিষ্ট সকলকে পর্যায়ক্রমে পৃথক পৃথকভাবে জিজ্ঞাসাবাদ করতে থাকে। মৃতদেহ পোস্টমর্টেমের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালে প্রেরণ করা হয় এবং বিরতিহীন ভাবে চলতে থাকে সন্দেহভাজনদের জিজ্ঞাসাবাদ। কিন্তু তারা সকল প্রকার সন্দেহের উর্ধ্বে থেকে নিজেদের বক্তব্য প্রদান করতে থাকে।মৃতের মেয়ে নিভা রানী তালুকদার বাদী হয়ে অজ্ঞাতনামা আসামীদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করলে মধ্যনগর থানার মামলা নং ০১ তারিখ- ১৯/০৮/২০২১ ইং ধারা- ৩০২/২০১/৩৪ পেনাল কোড রুজু হয়।মধ্যনগর থানার চৌকস তদন্তটিম সাময়িক বিভ্রান্ত হলেও হাল ছেড়ে দেয়নি। বিভিন্ন কৌশলে পর্যায়ক্রমে চলতে থাকে জিজ্ঞাসাবাদ। একপর্যায়ে তুলনামূলকভাবে বয়স্ক এবং শারীরিক ভাবে কিছুটা দুর্বল একজন সন্দেহভাজন, সুভাষ চন্দ্র সরকারের হত্যা কান্ডের সাথে জড়িত মর্মে স্বীকার করলেও অন্যান্যরা তা সম্পূর্ণরুপে অস্বীকার করে। একটু একটু করে প্রকাশ হতে থাকে হত্যাকান্ডের মূল কারণ তথা হত্যাকারীদের মোটিভ।সুভাষ চন্দ্র সরকার জীবিত অবস্থায় একজন বিকৃত মানষিক অবস্থা সম্পন্ন নারী লোভী ব্যক্তি ছিলেন। তার বিকৃত কাম লালসা চরিতার্থ করার জন্য তিনি অত্যন্ত নিকটাত্মীয় নারী সহ প্রতিবেশী অনেক নারীকেই অগোচরে নির্যাতনের জন্য ভয়ংকর রুপ ধারন করতেন। ভুক্তভোগী নারীরা ভয়ে প্রতিবাদ করার তেমন সাহস পেতেন না। পরিবারের লোকজন অনেক নিষেধ বাধা করলেও তা অগ্রাহ্য করে ৬৩ বছর বয়সেও শক্ত শারিরীক গড়নের সুভাষ চন্দ্র সরকার দিন দিন আরও বিকৃত হতে চলেছিলেন। মৃত্যুর কয়েকদিন পূর্বেও সুভাষ চন্দ্র সরকার তার এক নিকটাত্মীয় নারীকে অসৎ উদ্দেশ্যে আক্রমণ করেছিলেন মর্মে তথ্য পাওয়া গিয়েছে। ভুক্তভোগী অধিকাংশই নিকটাত্মীয় থাকায় তার এই ভয়ংকর বিকৃত চরিত্রের বিরুদ্ধে কেহই বড় পর্যায়ে তেমন অভিযোগ করতেন না।


মৃত্যু রহস্য উদঘাটনের পর তদন্তটিমের বিরামহীন  কৌশলী জিজ্ঞাসাবাদের একপর্যায়ে সকল সন্দেহভাজন ব্যক্তিরা হত্যা কান্ডের সাথে জড়িত মর্মে স্বীকার করে এবং কেন কিভাবে হত্যাকান্ড সংঘটিত করে তার লোমহর্ষক বর্ননা দেয়।


মৃতের স্ত্রী আরতী বালা সরকার (৫৩), ছেলে সুজিত সরকার (৩২) এবং ছেলে বৌ খেলা রানী সরকার (২৭)

কোন ভাবেই সুভাষ চন্দ্র সরকারকে নিবৃত করতে না পেরে অসহ্য হয়ে গত ১৮/৮/২১ ইং তারিখ তাকে হত্যার পরিকল্পনা করেন মর্মে জানান। পরিকল্পনা মোতাবেক  রাত অনুমান ১২.৩০ ঘটিকার সময় (১৯/৮/২১ ইং) গোয়াল ঘর হতে সুতার তৈরি রশি নিয়ে ঘটনাস্থল নদীরপাড়ে বাধা নিজেদের ইঞ্জিন নৌকায় ঘুমন্ত সুভাষ চন্দ্র সরকারকে রশি দিয়ে পা বেঁধে গলায় রশি প্যাঁছাইয়া শ্বাসরোধ করে হত্যা করে লাশ গুম করার জন্য নদীতে ফেলে দেয় তার স্ত্রী, ছেলে ও ছেলের বৌ।তিনজন অপরাধীই বিজ্ঞ আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেছেন।

মধ্যনগর থানার ওসি নির্মল চন্দ্র দেব জানান,  এই ক্লু-লেস হত্যাকাণ্ডের শিকার সুভাষ চন্দ্র বিকৃত যৌনাচারে লিপ্ত ছিলেন। যার ফলে স্ত্রী, ছেলে ও ছেলের বউ মিলে হাত-পা বেঁধে শ্বাসরোধ করে হত্যা করে পানিতে ফেলে দেয় বলে এই মর্মে বিজ্ঞ আদালতের কাছে জবানবন্দি দিয়েছে হত্যাকারীরা। গ্রেফতারের পর জবানবন্দি রেকর্ড করে আসামীদের আদালতে সোর্পদ করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৪:৩৯:২৮   ৮১৩ বার পঠিত   #  #