সোমবার, ২৩ আগস্ট ২০২১

মেসিছাড়া বার্সাকে এখন আর ‘ভয় পায় না’ প্রতিপক্ষ

Home Page » খেলা » মেসিছাড়া বার্সাকে এখন আর ‘ভয় পায় না’ প্রতিপক্ষ
সোমবার, ২৩ আগস্ট ২০২১



ফাইল ছবি

বঙ্গনিউজঃ যাত্রাটা হয়েছিল উড়ন্ত। কিন্তু দ্বিতীয় ম্যাচের হোঁচট খেলো বার্সেলোনা। বিলবাওর মাঠ থেকে ১-১ গোলে ড্র নিয়ে ফিরেছে তারা। তাতেই আলোচনায় লিওনেল মেসি। বার্সায় ২১ বছর কাটিয়ে পিএসজিতে যাওয়ার পর এখনো মাঠে নামা হয়নি আর্জেন্টাইন তারকার। তবু ফরাসিরা জিতেই যাচ্ছে। এ দিকে উল্টো তার সাবেক ক্লাব বার্সার। প্রথম ম্যাচের পর দ্বিতীয় ম্যাচে পয়েন্ট হারানো। তবে কী মেসির শূন্যতা শুরু হলো।ম্যাচের পর বার্সা কোচ রোনল্ড কোম্যান অবশ্য তেমন ইঙ্গিতই দিতে চেয়েছেন। মেসি থাকলে যে প্রতিপক্ষও ভয়ে থাকে সেটাই বললেন তিনি, ‘একটা বিষয় নিয়ে আমি বারবার কথা বলতে পছন্দ করি না। তবে আমরা কথা বলছি বিশ্বের সেরা খেলোয়াড়কে নিয়ে। আসলে মেসি যখন দলে থাকে প্রতিপক্ষ আরও ভয়ে থাকে। এটা আমাদের ক্ষেত্রেও একই। আপনি যদি মেসিকে পাস দেন সে সাধারণত বল হারায় না। এখন সে এখানে নেই। আমরা এটা সবাই জানি, তবে এটা চাইলেও বদলাতে পারবো না।’বিলবাওর মাঠে এ দিন ম্যাচের দুই দলই শুরুতে সমানতালে লড়ে যায়। তাতে গোলে সুযোগ তৈরি হলেও কাজে লাগাতে পারেনি কেউ। বিরতিতে যাওয়ার সময় স্কোরলাইন ০-০। বিরতি থেকে ফিরে ৫০তম মিনিটে মার্টিনেজের গোলে লিড নেয় বিলবাও। এক গোল খেয়ে বার্সার অবস্থা আরও শোচনীয়। তবে হুটহাট আক্রমণ কম করেনি। ম্যাচের ৭৫তম মিনিটে আসে কাঙ্ক্ষিত সুযোগ। এবার ডেপাই বার্সাকে এনে দেন সমতাসূচক গোলটি। কাতালানদের জার্সিতে যেটা ডেপাইয়ের প্রথম গোল। এর আগে প্রীতি ম্যাচে গোল করেছেন কিন্তু অফিসিয়াল গোল এটাই প্রথম।গোল ১-১ হওয়ার আগে একটা দুঃসংবাদ পায় বার্সা। সেটা হলো জেরার্ড পিকের ইনজুরি। প্রথমার্ধেই পেশির সমস্যা নিয়ে মাঠ ছাড়েন তিনি। তবে কোচ কোম্যান বলছেন পিকের চোট ততটা গুরুতর নয়। বাকি সময় দুই দলই গোল বাড়ানোর লড়াই করলেও শেষ পর্যন্ত আর গোল হয়নি।ম্যাচটা ড্র করার পরও কোম্যান তার শিষ্যদের দোষ দেননি, ‘আমার মনে হয়, আমরা শুরু থেকেই সমস্যায় পড়ে যাই। তারা আমাদের ওপর একের পর এক চাপ প্রয়োগ করে। আমরা ধৈর্য্য নিয়ে খেলতে পারিনি। কিন্তু পিছিয়ে যাওয়ার পর যে মনোভাব ছিল সেটা আমাদের দেখতেই হবে। আর রেজাল্ট নিয়ে আমার কোনো অভিযোগ নেই।’

বাংলাদেশ সময়: ১৩:১৪:৫২   ৫৩৪ বার পঠিত   #  #  #  #  #  #