রবিবার, ২২ আগস্ট ২০২১
শের-ই বাংলা হাসপাতালের থেকে ১০০ অক্সিজেন সিলিন্ডার গায়েব !!
Home Page » প্রথমপাতা » শের-ই বাংলা হাসপাতালের থেকে ১০০ অক্সিজেন সিলিন্ডার গায়েব !!বঙ্গনিউজঃ বরিশাল শের-ই বাংলা চিকিৎসা মহাবিদ্যালয় (শেবাচিম) হাসপাতালের করোনা ইউনিট থেকে ১০০ অক্সিজেন সিলিন্ডার এবং ৩০টি সিলিন্ডার মিটার গায়েব হয়ে গেছে। ঘটনাটি নিয়ে শেবাচিম হাসপাতালে তোলপাড় চলছে। ঘটনা তদন্তে শেবাচিমের একজন সহকারী পরিচালককে প্রধান করে ৫ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।শেবাচিম হাসপাতালের দায়িত্বশীল সূত্র জানিয়েছে, এক সপ্তাহ আগে করোনা ইউনিট থেকে সিলিন্ডার ও মিটারগুলো উধাও হয়ে গেছে। এতদিন বিষয়টি গোপন ছিল। শনিবার সন্ধ্যায় বিষয়টি জানাজানি হয়। কিন্তু গত ৭ দিনেও বিভিন্ন ওয়ার্ডে সন্ধান চালিয়ে উধাও হওয়া কোন সিলিন্ডার ও মিটারগুলো উদ্ধার করা করা সম্ভব হয়নি।সূত্র জানায়, শেবাচিম হাসপাতালের সহকারী পরিচালক ডা. মনিরুজ্জামানকে প্রধান করে গঠিত তদন্ত কমিটির অন্যান্য সদস্যরা হলেন, আরেক সহকারী পরিচালক ডা. মো. নাজমুল হোসেন, ডা. মাহমুদ হোসেন, সেবা তত্ত্বাবধায়ক সেলিনা আক্তার এবং স্টোর অফিসার অনামিকা দাস।শেবাচিম হাসপাতালের স্টোর সূত্র জানায়, করোনা ইউনিটে ওয়ার্ড মাস্টারদের মাধ্যমে অক্সিজেন সিলিন্ডার ও সিলিন্ডার মিটার সরবরাহ করা হয়। কোন ওয়ার্ডে কতটি অক্সিজেন সিলিন্ডার ও সিলিন্ডার মিটার নেওয়া হয়েছে তার তালিকা করা হয়েছে। ওই তালিকা অনুযায়ী বিভিন্ন ওয়ার্ড তল্লাশি করে অন্তত ১০০ সিলিন্ডার ও ৩০টি সিলিন্ডার মিটারের হদিস পাওয়া যায়নি। সাধারণ ওয়ার্ডেও সেগুলোর খোঁজ মেলেনি। বিষয়টি পরিচালককে অবহিত করা হলে তিনি তদন্ত কমিটি গঠন করেন।তদন্ত কমিটির সদস্য সেবা তত্ত্বাবধায়ক সেলিনা আক্তার সাংবাদিকদের বলেন, স্টোর থেকে পরিচালককে অবহিত করা হয় ১০০ সিলিন্ডার ও ৩০ মিটার পাওয়া যাচ্ছে না। বিষয়টি খতিয়ে দেখতে গত সপ্তাহে একটি তদন্ত কমিটি গঠিত হয়েছে। প্রতিটি ওয়ার্ডে অক্সিজেন সিলিন্ডার ও মিটারের সন্ধান চালানো হচ্ছে। কিন্তু শনিবার সন্ধ্যা পর্যন্ত উধাও হওয়া সিলিন্ডার ও মিটারের সন্ধান মেলেনি। এ জন্য একজনকে কারণ দর্শানোর নির্দেশ দেওয়া হয়েছে।হাসপাতালের পরিচালক ডা. এইচএম সাইফুল ইসলাম বলেন, অক্সিজেন সিলিন্ডার ও মিটার উধাও হওয়ার খবর পেয়ে বিষয়টি খতিয়ে দেখতে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটির রিপোর্ট পাওয়ার পর অবহেলার জন্য দায়ী সংশ্লিস্টদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।সরকারিভাবে সরবরাহ করা এবং বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের অনুদান পাওয়া সিলিন্ডারসহ শেবাচিম হাসপাতালে ৬২৮টি অক্সিজেন সিলিন্ডার রয়েছে বলে পরিচালক ডা. এইচ এম সাইফুল ইসলাম জানিয়েছেন।
বাংলাদেশ সময়: ১২:১৫:৪৬ ৬০৯ বার পঠিত # #অক্সিজেন সিলিন্ডার #কভিড১৯ #করোনা ভাইরাস #গোপালগঞ্জ #দিনাজপুর #নাটোর #বাঘেরহাট #বিশ্বস্বাস্থ্য #হাসপাতাল