সোমবার, ১৯ আগস্ট ২০১৩
পাকিস্তানে চেন্নাই এক্সপ্রেসের বাজিমাত
Home Page » বিনোদন » পাকিস্তানে চেন্নাই এক্সপ্রেসের বাজিমাতবঙ্গ-নিউজ ডটকম: শাহরুখ খান অভিনীত সিনেমা ‘চেন্নাই এক্সপ্রেস’ ভারতের বক্স অফিসের পাশাপাশি ঝড় তুলেছে পাকিস্তানি বক্স অফিসেও। পাকিস্তানি চলচ্চিত্র বিশেষজ্ঞদের মতে এই প্রথম কোনো বলিউডি সিনেমা দেশটিতে এই পরিমাণ সাফল্য অর্জন করেছে।
আইএমজিসির মিডিয়া মুখপাত্র মোহাম্মদ কুয়াদ্রি প্রেস ট্রাস্ট অফ ইন্ডিয়াকে বলেন, “যখন থেকে পাকিস্তান সরকার বলিউডি সিনেমার প্রচারের অনুমতি দিয়েছে তখন থেকে এ পর্যন্ত ‘চেন্নাই এক্সপ্রেস’ সিনেমাই সবচেয়ে বেশি আলোড়ন তুলতে পেরেছে। করাচির মাত্র ৮টি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে সিনেমাটি। আর মুক্তির পর থেকে সিনেমাটি আয় করেছে ৪ কোটি রুপি।
‘চেন্নাই এক্সপ্রেস’-এর আগে সালমান খান অভিনীত ‘দাবাং’ সিনেমাটি পাকিস্তানে সর্বোচ্চ আয়কারী সিনেমার তালিকায় শীর্ষে ছিল।
৯ অগাস্ট মুক্তির পর, দ্বিতীয় সপ্তাহেই ভারতে দেড়শ কোটি আয় করা সিনেমার তালিকায় স্থান করে নিয়েছে রোহিত শেঠি পরিচালিত অ্যাকশন-কমেডি ‘চেন্নাই একপ্রেস’। সিনেমায় শাহরুখ খানের বিপরীতে অভিনয় করেছেন দীপিকা পাড়ুকোন।
বাংলাদেশ সময়: ২১:৩৬:১০ ৩৬২ বার পঠিত