শুক্রবার, ২০ আগস্ট ২০২১

রাশিয়া স্কাইফল ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালাবে

Home Page » জাতীয় » রাশিয়া স্কাইফল ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালাবে
শুক্রবার, ২০ আগস্ট ২০২১



রাশিয়া স্কাইফল ক্ষেপণাস্ত্রের পরীক্ষা

বঙ্গ-নিউজ: রাশিয়া এবার আরেকটি পরমাণু শক্তিচালিত ক্রুজ ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালাতে যাচ্ছে। স্কাইফল নামে পরিচিত বিতর্কিত এই ক্ষেপণাস্ত্র মার্কিন প্রতিরক্ষা ব্যবস্থাকে পরাস্ত করার জন্য তৈরি করা হয়েছে বলে অভিযোগ করেছে যুক্তরাষ্ট্রের প্রভাবশালী গণমাধ্যম সিএনএন।

সংবাদ মাধ্যমটি দাবি করছে, স্কাইফল ক্ষেপণাস্ত্র পরীক্ষা নিয়ে কৃত্রিম উপগ্রহের ছবি  তাদের কাছে এসেছে। ক্যাপেলা স্পেস নামের একটি প্রতিষ্ঠান গত ১৬ আগস্ট এ ছবি তুলেছে। রাশিয়ার ক্ষেপণাস্ত্র পরীক্ষার প্রস্তুতির বিষয়টির আলামত ওই ছবিতে রয়েছে বলে দাবি করা হয়েছে।

সিএনএন আরো বলছে, রাশিয়ার আরো একটি উন্নত বুরেভেস্টনিক নামের ক্ষেপণাস্ত্রের পরীক্ষার বিষয়েও জানতে পেরেছেন মার্কিন কর্মকর্তারা। তবে মার্কিন গোয়েন্দা ও পেন্টাগন কিংবা রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে এ বিষয়ে কোনো মন্তব্য করা হয়নি।

এ বিষয়ে সিএনএনকে যুক্তরাষ্ট্রের মিডলবারি ইনস্টিটিউটের অস্ত্র বিশেষজ্ঞ জেফরি লুইস বলেন, মার্কিন প্রতিরক্ষা ব্যবস্থাকে এড়াতে পারে যদি ক্রুজ ক্ষেপণাস্ত্রে পারমাণবিক রিঅ্যাক্টর ব্যবহার করা হয়। অবশ্য যথেষ্ট প্রশ্ন আছে যে, সফলভাবে সিস্টেমটি কাজ করতে পারে কি না। তাছাড়া পরিবেশ ও মানব স্বাস্থ্যের জন্যও ক্ষতির কারণ হতে পারে এ ক্ষেপণাস্ত্র পরীক্ষা। এই ক্ষেপণাস্ত্রটির এতটাই ঝুঁকি যে, অনেক গবেষক এটিকে ‘উড়ন্ত চেরনোবিল’ বলে মন্তব্য করছেন, জানান জেফরি লুইস।

মার্কিন গণমাধ্যমটি বলছে, রাশিয়া তার কৌশলগত পারমাণবিক অস্ত্র ও ডেলিভারি সিস্টেম আধুনিকায়ন করছে, যাতে যুক্তরাষ্ট্র ও সামরিক জোট ন্যাটোর মোকাবেলা করা যায়। একই সঙ্গে বড় সামরিক শক্তি হিসেবেও দাবি জোরদার করছে মস্কো।

বাংলাদেশ সময়: ২০:০৯:২৭   ৭৭১ বার পঠিত   #  #  #  #