শুক্রবার, ২০ আগস্ট ২০২১
নূরুল ইসলাম বিপিএম- এর কবিতা ‘শূন্যতা ভিন্ন নেই কোনো পূর্ণতা ‘
Home Page » সাহিত্য » নূরুল ইসলাম বিপিএম- এর কবিতা ‘শূন্যতা ভিন্ন নেই কোনো পূর্ণতা ‘একদিন কেউ ওরা পাশাপাশি বসেছিল আনন্দক্ষণে বেলাভূমি ‘পরে গোধূলি স্বাদে,
তারপর গেছে ফিরে-পড়ে আছে শূন্য আসন বিষণ্ণ বিষাদে!
দে’খতে কেমন যেন লাগছে বেমানান,
হেরে যাওয়া জীবন কাব্যের পাতা যেমন মৃত্যু সমান!
জীবন এক যাযাবর
কতখানে কতভাবে নিতে ঠাঁই ছুটে চলে সদা, তবুও ধীরে ধীরে
নেমে আসে বিষাদে-বিষণ্নতায় বিপন্ন জীবনে নীরবতা!
নক্ষত্রলোকেও ধসে যায় নক্ষত্র কত,
নিরুপায় ক্ষণে-কালে ক্ষয়িষ্ণু জীবনের মত!
ক্ষণজন্মা বলে জন্ম হয়েছে যাঁর
সেও একদিন অমোঘ নিয়মে কোথায় যেন দিয়ে যায় পাড়ি,
শূন্যতা ভিন্ন নেই কোনো পূর্ণতা-চলে না কোনো আড়ি!
সবুজ ঘাসের বুকে মুক্তোসম শিশিরবিন্দু ক্ষণিকের খেলা,
হেরে যায় শেষে রৌদ্র-তাপে-কেটে গেলে সময়ের বেলা।
অমোঘ নিয়মের বেড়াজাল কে কখন ছিন্ন করেছে কোথায়?
তাই তো বেলা পড়ে এলে বলতেই হবে বিদায় বিদায়!!
২০ আগষ্ট ২০২১ খ্রিঃ
বাংলাদেশ সময়: ১৮:১২:১৭ ১০৭৮ বার পঠিত # #আধুনিক কবিতা #কবিতা #জীবন #বাংলা কবিতা #বিষন্নতা #শূন্যতা