বৃহস্পতিবার, ১৯ আগস্ট ২০২১
বরিশালে ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে মাঠে নামছে বিজিবি
Home Page » সারাদেশ » বরিশালে ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে মাঠে নামছে বিজিবিবঙ্গনিউজঃ বরিশাল সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা( ইউএনও) মুনিবুর রহমানের সরকারি বাসভবনে হামলার ঘটনায় এখনো থমথমে অবস্থা বিরাজ করছে।বরিশাল মহানগরে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন এবং অতিরিক্ত ১০ জন নির্বাহী ম্যাজিস্ট্রট নিয়োজিত করা হচ্ছে। বৃহস্পতিবার রাতেই বিজিবি টহল দেয়া শুরু করবে।বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার পর অভ্যন্তরীণ ও দূরপাল্লার বাস চলাচল শুরু হলে জনজীবন স্বাভাবিক হয়। তবে নগরীতে চাপা উদ্বেগ-উত্তেজনা রয়েছে।বরিশালের জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দার সমকালকে এ তথ্য জানান।জেলা প্রশাসক জানান, ইউএনওর বাসভবনে হামলার ঘটনার পর নিরাপত্তার কথা চিন্তা করে বিভাগীয় কমিশনারের কার্যালয়ে বিজিবি ও অতিরিক্ত ম্যাজিস্ট্রেট চাওয়া হয়। এর পরিপ্রেক্ষিতে খুলনা জোন থেকে ১০ প্লাটুন বিজিবি বরিশালের উদ্দেশে রওনা হয়েছে। এছাড়া পিরোজপুর ও পটুয়াখালী থেকে ১০ জন নির্বাহী ম্যাজিস্ট্রেটও আসছেন।জেলা প্রশাসন সূত্র জানিয়েছে, বৃহস্পতিবার রাতেই নগরীতে ১০ নির্বাহী ম্যাজিট্রেটের নেতৃত্বে বিজিবি টহল দেওয়া শুরু করবে।
বাংলাদেশ সময়: ২০:৫২:১৭ ৪৩০ বার পঠিত # #ইউএনও #পটুয়াখালী #পিরোজপুর #প্রশাসক #বরিশাল #বিজিবি #ম্যাজিস্ট্রেট