বুধবার, ১৮ আগস্ট ২০২১
বিভিন্ন উৎস থেকে ২১ কোটি টিকার প্রতিশ্রুতি
Home Page » জাতীয় » বিভিন্ন উৎস থেকে ২১ কোটি টিকার প্রতিশ্রুতিবঙ্গ-নিউজ: মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম জানিয়েছেন, করোনাভাইরাস প্রতিরোধের অংশ হিসেবে বিভিন্ন উৎস থেকে ২১ কোটি ৪ লাখ ডোজ টিকার প্রতিশ্রুতি পাওয়া গেছে। আজ বুধবার সচিব বৈঠক শেষে এ কথা জানান তিনি।
দীর্ঘ চার মাসের বেশি সময় পর এদিন প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রশাসনের শীর্ষ কর্মকর্তা সচিবদের নিয়ে বৈঠক করেন। সভা শেষে সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদ সচিব এ কথা জানান। সরকারি বাসভবন গণভবন থেকে পরিকল্পনা কমিশনের সভাকক্ষে অনুষ্ঠিত সচিব সভায় ভার্চুয়ালি যুক্ত ছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
খন্দকার আনোয়ারুল ইসলাম বলেন, টিকার বিষয়টা সভায় ভালোভাবে আশ্বস্ত করা হয়েছে। এর আগে সর্বশেষ পারচেজ কমিটিতে (সরকারি ক্রয় সংক্রান্ত কমিটি) ৬ কোটি ডোজ টিকা কেনার অনুমোদন দেওয়া হয়। সভায় জানানো হয়েছে বিভিন্ন উৎস থেকে ২১ কোটি ৪ লাখ ডোজ টিকার প্রতিশ্রুতি পাওয়া গেছে। এর মধ্যে ইতোমধ্যে ৩ কোটি ১০ লাখ ডোজ কেনা হয়েছে। এটা নিয়ে আর অসুবিধা হবে না।
প্রসঙ্গত, দীর্ঘ চার বছর দেড় মাস পর সচিবদের সঙ্গে এদিন বৈঠকে বসলেন প্রধানমন্ত্রী। এনইসির সম্মেলন কক্ষে আজ বুধবার সকাল ১০টায় এ বৈঠক শুরু হয়। সরকারি বাসভবন গণভবন থেকে ভার্চুয়ালি সভায় যুক্ত হন প্রধানমন্ত্রী। সর্বশেষ ২০১৭ সালের জুলাই মাসে সরকার প্রধানের উপস্থিতিতে সচিব সভা অনুষ্ঠিত হয়। এর ৪ বছর পর গত ৪ জুলাই সচিব সভা করার পদক্ষেপ নেওয়া হয়েছিল। তবে দেশে করোনা পরিস্থিতির অবনতির কারণে তা স্থগিত করা হয়।
বাংলাদেশ সময়: ২০:৩৬:১৩ ৪৬৪ বার পঠিত #টীকা #প্রতিশ্রুতি #প্রধানমন্ত্রী #মন্ত্রীপরিষদ সচিব