বিভিন্ন উৎস থেকে ২১ কোটি টিকার প্রতিশ্রুতি

Home Page » জাতীয় » বিভিন্ন উৎস থেকে ২১ কোটি টিকার প্রতিশ্রুতি
বুধবার, ১৮ আগস্ট ২০২১



কেবিনেট সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম

বঙ্গ-নিউজ: মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম জানিয়েছেন, করোনাভাইরাস প্রতিরোধের অংশ হিসেবে বিভিন্ন উৎস থেকে ২১ কোটি ৪ লাখ  ডোজ টিকার প্রতিশ্রুতি পাওয়া গেছে। আজ বুধবার সচিব বৈঠক শেষে এ কথা জানান তিনি।

দীর্ঘ চার মাসের বেশি সময় পর এদিন প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রশাসনের শীর্ষ কর্মকর্তা সচিবদের নিয়ে বৈঠক করেন। সভা শেষে সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদ সচিব এ কথা জানান। সরকারি বাসভবন গণভবন থেকে পরিকল্পনা কমিশনের সভাকক্ষে অনুষ্ঠিত সচিব সভায় ভার্চুয়ালি যুক্ত ছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

খন্দকার আনোয়ারুল ইসলাম বলেন, টিকার বিষয়টা সভায় ভালোভাবে আশ্বস্ত করা হয়েছে। এর আগে সর্বশেষ পারচেজ কমিটিতে (সরকারি ক্রয় সংক্রান্ত কমিটি) ৬ কোটি ডোজ টিকা কেনার অনুমোদন দেওয়া হয়। সভায় জানানো হয়েছে বিভিন্ন উৎস থেকে ২১ কোটি ৪ লাখ ডোজ টিকার প্রতিশ্রুতি পাওয়া গেছে। এর মধ্যে ইতোমধ্যে ৩ কোটি ১০ লাখ ডোজ কেনা হয়েছে। এটা নিয়ে আর অসুবিধা হবে না।

প্রতীকি ছবি-করোনা টীকা

প্রসঙ্গত, দীর্ঘ চার বছর দেড় মাস পর সচিবদের সঙ্গে এদিন বৈঠকে বসলেন প্রধানমন্ত্রী। এনইসির সম্মেলন কক্ষে আজ বুধবার সকাল ১০টায় এ বৈঠক শুরু হয়। সরকারি বাসভবন গণভবন থেকে ভার্চুয়ালি সভায় যুক্ত হন প্রধানমন্ত্রী। সর্বশেষ ২০১৭ সালের জুলাই মাসে সরকার প্রধানের উপস্থিতিতে সচিব সভা অনুষ্ঠিত হয়। এর ৪ বছর পর গত ৪ জুলাই সচিব সভা করার পদক্ষেপ নেওয়া হয়েছিল। তবে দেশে করোনা পরিস্থিতির অবনতির কারণে তা স্থগিত করা হয়।

বাংলাদেশ সময়: ২০:৩৬:১৩   ৪৬৩ বার পঠিত   #  #  #  #




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

জাতীয়’র আরও খবর


সালাম, আমান, রিজভী, খোকন, শিমুল ও এ্যানিসহ গ্রেফতার শতাধিক
ভারতকে হারিয়ে টাইগারদের সিরিজ জয় নিশ্চিত
 নয়াপল্টনে বিএনপি নেতাকর্মীদের সাথে পুলিশের সংঘর্ষ ,নিহত ১
বিয়েবর্হিভূত যৌন সম্পর্ক নিষিদ্ধ: প্রতিবাদে বিক্ষােভ ইন্দোনেশিয়ায়
আড়াইহাজারে অর্থনৈতিক অঞ্চল উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
কোয়ার্টারে ব্রাজিল ক্রোয়েশিয়া মুখোমুখি
ব্যাংকে টাকা নিয়ে গুজবে কান না দেয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
মাধ্যমিক স্কুলে ভর্তির লটারি ১২ ও ১৩ ডিসেম্বর
২০ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে করোনা টিকার চতুর্থ ডোজ
সউদী আরব তৈরি করবে বিশ্বের বৃহত্তম বিমানবন্দর

আর্কাইভ