মঙ্গলবার, ১৭ আগস্ট ২০২১
আজ কবি শামসুর রাহমানের ১৫তম মৃত্যুবার্ষিকী
Home Page » জাতীয় » আজ কবি শামসুর রাহমানের ১৫তম মৃত্যুবার্ষিকীবঙ্গনিউজঃ আজ দেশের সাম্প্রতিককালের অন্যতম প্রধান কবি শামসুর রাহমানের পঞ্চদশতম মৃত্যুবার্ষিকী। কবি ২০০৬ সালের এই দিনে চিকিৎসাধীন অবস্থায় ঢাকায় ইন্তেকাল করেন।
দীর্ঘ ছয় দশক কবি অত্যন্ত সাবলীল ধারায় লেখালেখি করে বাংলা সাহিত্যে অসাধারণ অবদান রাখেন। শামসুর রাহমান বাঙালির সর্বকালের সর্বশ্রেষ্ঠ কবিদের একজন এবং আমাদের চলার পথের পাথেয়। বরেণ্য কবির মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে আজ বনানী কবরস্থানে বিভিন্ন সংগঠন ও কবির পরিবারের পক্ষ থেকে তার কবরে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে কবির প্রতি শ্রদ্ধা নিবেদন করা হবে। ১৯২৯ সালের ২৩ অক্টোবর ঢাকার মাহুতটুলিতে জন্ম নেওয়া এই কবিকে তার ইচ্ছানুযায়ী ঢাকার বনানী কবরস্থানে, মায়ের কবরের পাশে সমাহিত করা হয়। কবিতার বরপুত্র, কালের কণ্ঠস্বর এ কবি ছিলেন মৃদুভাষী। কিন্তু যে কোনো আন্দোলনে, অধিকার আদায়ের দাবিতে তিনি মানুষের পাশে ছিলেন। এক সঙ্গে চলেছেন।
বাংলাদেশ সময়: ১৭:৩৩:২৪ ৫০৫ বার পঠিত # #কবি #মৃত্যুবার্ষিকী #লেখালেখি #শামসুর রাহমান