মঙ্গলবার, ১৭ আগস্ট ২০২১

ময়মনসিংহে আরও ১৬ জনের মৃত্যু

Home Page » প্রথমপাতা » ময়মনসিংহে আরও ১৬ জনের মৃত্যু
মঙ্গলবার, ১৭ আগস্ট ২০২১



ফাইল ছবি

বঙ্গনিউজঃ  ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে গত ২৪ ঘণ্টায় করোনা ও করোনার উপসর্গ নিয়ে ১৬ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে করোনায় ৬ জন এবং করোনার উপসর্গ নিয়ে ১০ জন মারা গেছেন। আজ মঙ্গলবার সকালে ময়মনসিংহ মেডিকেলের করোনা ইউনিটের ফোকাল পারসন মহিউদ্দিন খান এ তথ্য নিশ্চিত করেছেন।গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ব্যক্তিদের মধ্যে সর্বোচ্চ ৯ জন ময়মনসিংহ জেলার বাসিন্দা। অন্যদের মধ্যে নেত্রকোনার ৪ জন, জামালপুরের ২ জন ও শেরপুরের ১ জন মারা গেছেন।এর মধ্যে করোনায় মারা যাওয়া ব্যক্তিরা হলেন ময়মনসিংহ সদরের রেহেনা আক্তার (৩৮), ত্রিশালের রাহেলা বেগম (৬৫) ও জাহেদা (৭০), গৌরীপুরের খোদেজা (৬০), ফুলপুরের আবদুল হান্নান (৭০) ও নেত্রকোনা সদরের সালেহা (৬৪)।মহিউদ্দিন খান বলেন, করোনা ডেডিকেটেড ইউনিটে নতুন ৩০ জনসহ এখন পর্যন্ত ৩২৮ জন ভর্তি আছেন। এর মধ্যে আইসিইউতে ২১ জন চিকিৎসাধীন। গতকাল সোমবার সুস্থ হয়ে ৫৮ জন হাসপাতাল ছেড়ে গেছেন। এ ছাড়া গতকাল ১১৪ জন ওয়ানস্টপ ফ্লু কর্নারে এবং ১৬ জন টেলিমেডিসিন সেবা ৮৫৯২০নিয়েছেন।এদিকে জেলা সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা গেছে, গত ২৪ ঘণ্টায় জেলায় ৫০০ জনের নমুনা পরীক্ষায় আরও ৯২ জনের করোনা শনাক্ত হয়েছে। নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ১৮ দশমিক ৪ শতাংশ। জেলায় এখন পর্যন্ত মোট ১৯ হাজার ৪২২ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে সুস্থ হয়েছেন ১৪ হাজার ৬৭৯ জন। এখন পর্যন্ত জেলায় করোনায় মোট ২৩৬ জনের মৃত্যু হয়েছে।

বাংলাদেশ সময়: ১২:০৩:৪০   ৪৫৮ বার পঠিত   #  #  #  #  #  #  #  #  #