সোমবার, ১৬ আগস্ট ২০২১
অনুষ্ঠিত হলো ওয়েবিনার “কোভিড ১৯ লকডাউনে বিশেষ শিশুরা কেমন আছে “
Home Page » শিশু-কিশোর » অনুষ্ঠিত হলো ওয়েবিনার “কোভিড ১৯ লকডাউনে বিশেষ শিশুরা কেমন আছে “বঙ্গনিউজঃ গত ২৯ শে জুলাই রোজ সোমবার ২০২১ ইং গোল্ডেন কিডস ওয়েলফেয়ার ফাউন্ডেশন ও বাংলাদেশ থেরাপি ও রিহ্যাবিলিটেশন ফাউন্ডেশন এর যৌথ উদ্যোগে আয়োজিত অনলাইন ওয়েবিনার অনুষ্ঠিত হয়ওয়েবিনার এর বিষয় ছিলো ”কোভিড ১৯ লকডাউনে বিশেষ শিশুরা কেমন আছে”উক্ত অনুষ্ঠানটি বিশেষ শিশুদের বা অটিজম বাচ্চাদের নিয়েই করা হয়েছে , এই অনুষ্ঠানে আলোচক হিসেবে উপস্থিত ছিলেন জনাব, ফিদা আল শামস, প্রতিষ্ঠাতা পরিচালক ও প্রধান নির্বাহী, বাংলাদেশ থেরাপি ও রিহ্যাবিলিটেশন ফাউন্ডেশন ।আরো উপস্থিত ছিলেন চৌধুরী মোঃ কামরুল হাসান, ম্যানেজার ও জুনিয়র কনসালটেন্ট, অকুপেশনাল থেরাপি সিআরপি সিলেট ।এবং আরো উপস্থিত ছিলেন মিসেস হাসিনা বিলকিস, সিনিয়র শিক্ষক, গোল্ডেন ওয়েলফেয়ার ফাউন্ডেশন । উক্ত অনুষ্ঠানটি সার্বিক সহযোগিতায় ছিলো, নর্দান ইউনিভার্সিটি বাংলাদেশ সোশ্যাল ওয়েলফেয়ার ক্লাব । এছাড়াও মিডিয়া পার্টনার হিসেবে যুক্ত ছিলো, ঢাকাটাইমস ও ব্লু স্কাই মিডিয়া। এই ফেসবুক লাইভ অনুষ্ঠানে দুইজন অভিভাবক ও আলোচনা রাখেন এবং কোভিড ১৯ এর মধ্যে বাসায় কিভাবে তাদের শিশুরা কেমন ছিলো সেই অভিজ্ঞতা বর্ণনা করেন। অনুষ্ঠানের তিনজন বক্তা তাদের অভিজ্ঞতার আলোকে অটিজম শিশুদের অভিভাবক এবং তাদের আত্মীয়-স্বজন দ্বারা দেখাশোনা করেন তাদের প্রতি দিকনির্দেশনা মুলক বক্তব্য পেশ করেন ।উক্ত অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন প্রফেসর ড. কাজী শাহাদাত কবীর, পরিচালক, আইকিউএসি, নর্দান ইউনিভার্সিটি বাংলাদেশ এবং প্রতিষ্ঠাতা ও সেক্রেটারি জেনারেল, গোল্ডেন ওয়েলফেয়ার ফাউন্ডেশন।
বাংলাদেশ সময়: ১৬:০৩:২৭ ৮৪৯ বার পঠিত # #কভিড১৯ #করোনা ভাইরাস #গোপালগঞ্জ #দিনাজপুর #নাটোর #বাঘেরহাট #বিশেষ শিশু #বিশ্বস্বাস্থ্য