রবিবার, ১৫ আগস্ট ২০২১

ড. জেবউননেছা’র কবিতা ‘রক্তের সম্মান’

Home Page » শিশু-কিশোর » ড. জেবউননেছা’র কবিতা ‘রক্তের সম্মান’
রবিবার, ১৫ আগস্ট ২০২১



‘রক্তের সম্মান’
শোকাবহ আগষ্ট এলে কাপন জাগে,
রক্তাক্ত আগষ্ট এলে চোখে অঝোরে বারি ঝরে।
বেদনাতুর আগষ্ট এলে মেঘলা আকাশে দুঃখের বৃষ্টি হয়,
মর্মান্তিক আগষ্ট এলে ভীষণ মন খারাপ হয়।
ঘাতকের বুলেটে জীবন কেড়ে নিয়েছে
জাতির পিতার
একই দিনে সহমরন হয়েছে বঙ্গমাতার।
কামাল,জামাল,রাসেল, রোজী, সুলতানা,
আগষ্টে তারা হারিয়েছেন সবার তা জানা।
সেরনিয়াবাত, নাসের,মনি,আরজু,বেবী,সুকান্ত
স্মৃতির পাতায় তারা আজ ও জীবন্ত।
আরিফ,শহীদ, জামিল,রিন্টু, সিদ্দিকুর,
বকুল,লক্ষির মা,পোটকা ও দূর বহুদূর।
বুলেটের আঘাত সয়ে বেড়ান এখনো কজনা,
বেদনাবিধুর স্মৃতির ইতিহাস অনেকের অজানা।
ঘাতকেরা নিয়েছে প্রাণ,দিয়েছে কলংকিত ইতিহাস,
এটাই জাতির পিতার ভাগ্যের পরিহাস।
যুদ্ধ বিধ্বস্ত দেশে জাতির পিতা ধরেছিলেন হাল,
প্রতিটি ঘটনার স্বাক্ষী আছে মহাকাল।
জাতির পিতার ‘বজ্রকন্ঠ’ দারুণ দুর্নিবার।
তিনি মহান নেতা আমাদের সবার।
টুঙ্গীপাড়ায় মাটির বিছানায় জাতির পিতা শেষ শয়নে।
বনানী গোরস্থানে আছেন বঙ্গবন্ধুর রেণুসহ আর ও সকলে
কৃষক নেতা রব সেরনিয়াবাত ,গিটারিস্ট রিন্টু,সাংবাদিক শহীদ,কলামিস্ট মনি,
এভাবেই সেদিন প্রতিভা গিয়েছে হারিয়ে কয় জনে তা জানি!
অন্তসত্ত্বা ছিলেন রাজনীতি সচেতন মেধাবি আরজু মনি,
এথলেট সুলতানা,মুক্তিযোদ্ধা কামাল, জামাল সকলেই জানি
মা দেখেছেন বুলেট বিদ্ধ সুকান্তের ছটফটানি,
পরশ তাপস দুধের শিশু হারিয়েছেন বাবা মায়ের বদনখানি।
৪৬ বছরে স্বজনের চোখের জলে হয়েছে একটি নদী,
যে নদীতে বয়ে যায় রক্তের শ্রোত নিরবধি।
হাজার মাইল দূর থেকে বাবা মা স্বজন হারায় দুই বোন,
দুঃসময়ে দুইবোনের খবর নিয়েছে কয়জন?
বঙ্গবন্ধু - বাংলাদেশ যেন একই বৃন্তে দুটি ফুল,
সরলভাবে বিশ্বাস করে নেতা করেছেন ভুল।
ঘাতকেরা মহানন্দে খেলেছেন রক্তের হোলিখেলা
কেন বুঝলেন না নেতা আপনি,কুশীলবেরা করেছে ছলাকলা?
৭৫ এর ১৫ আগষ্ট শ্রাবনের আকাশে বৃষ্টি ঝরেছে।
লাশের সামনে কাদঁতে না পেরে কর্ণেল জামিলের কন্যা ডুকরে কেঁদেছে।।
ভাই হারিয়ে বোনেরা দুখের নদীতে ভাসে,
সব হারিয়ে গিয়েছে সেদিন ঘাতকের ত্রাসে।
সালাম তোমাদের,বিনম্র শ্রদ্ধা,ক্ষমা করে দিও,
তোমাদের রক্তের সম্মান থাকবে আজীবন তা জেনে নিও।
তোমাদের এ ঋণ যেন শোধ করার মত নয়,
দোয়া করি তোমাদের বেহেশত যেন হয়।

……………………………

রচয়িতা: অধ্যাপক ও প্রাক্তন বিভাগীয় প্রধান, লোকপ্রশাসন বিভাগ,জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়
এবং
শিক্ষা বিষয়ক সম্পাদক, বঙ্গবন্ধু,শিক্ষা ও গবেষণা পরিষদ

বাংলাদেশ সময়: ০:৪৬:১৫   ৮১৭ বার পঠিত   #  #  #  #  #