শুক্রবার, ১৩ আগস্ট ২০২১
চীনের উপহার হিসেবে সিনোফার্মের আরও ১০ লাখ ডোজ টিকা আসছে আজ
Home Page » জাতীয় » চীনের উপহার হিসেবে সিনোফার্মের আরও ১০ লাখ ডোজ টিকা আসছে আজবঙ্গনিউজঃ চীনের উপহার হিসেবে সিনোফার্মের আরও ১০ লাখ ডোজ টিকা আসছে আজ। শুক্রবার সন্ধ্যায় ঢাকায় আসার কথা রয়েছে। ঢাকায় চীনা দূতাবাসের ডেপুটি চিফ অব মিশন হাওলং ইয়ান এক ফেসবুক পোস্টে এ তথ্য জানিয়েছেন।
ওই পোস্টে তিনি লিখেছেন, ‘বাংলাদেশের মানুষকে চীনের উপহার হিসেবে দেওয়া সিনোফার্মের ১০ লাখ ডোজ টিকা তিয়ানজিং আন্তর্জাতিক বিমানবন্দরে উড়োজাহাজে তোলা হয়েছে।’ তিনি আরও বলেন, ‘আশা করা হচ্ছে, আজ সন্ধ্যায় সেগুলো ঢাকায় এসে পৌঁছাবে।’
গত ১২ মে বাংলাদেশকে ৫ লাখ টিকা উপহার দেয় চীন। এরপর ১৩ জুন দ্বিতীয় দফা উপহারের ছয় লাখ টিকা দেশে পোঁছায়। আর আজকে তৃতীয় দফায় আসছে চীনা উপহারের ১০ লাখ টিকা। এ ছাড়া টিকার বৈশ্বিক উদ্যোগ কোভ্যাক্সের আওতায় দুই দিনে ৩৪ লাখ ৭০ হাজার সিনোফার্মের টিকা বাংলাদেশকে উপহার দিয়েছে চীন।
বাংলাদেশ সময়: ১৫:০৮:৫০ ৪৭৯ বার পঠিত # #চীন #টিকা #সিনোফার্মে