বৃহস্পতিবার, ১২ আগস্ট ২০২১
সম্পূর্ণ বিনা মূল্যে বালাদেশ ৬ কোটি টিকা পাবে
Home Page » জাতীয় » সম্পূর্ণ বিনা মূল্যে বালাদেশ ৬ কোটি টিকা পাবেবঙ্গ-নিউজ: বংলাদেশ সম্পূর্ণ বিনা মূল্যে ৬ কোটি ডোজটিীকা পাবে। পর্যায় ক্রমে আগামী ডিসেম্বরে সে টীকা আসবে। করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে বৈশ্বিক উদ্যোগ কোভ্যাক্সের মাধ্যমে বিভিন্ন দেশে টিকা বিতরণ করা হচ্ছে। এর আওতায় প্রায় ৬ কোটি ডোজ টিকা পাচ্ছে বাংলাদেশ। যা কয়েকটি চালানে আগামী ডিসেম্বরের আগেই দেশে আসবে বলে জানানো হয়েছে।
জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি মোস্তাফিজুর রহমান আজ বৃহস্পতিবার দুপুরে সাংবাদিকদের এই তথ্য জানিয়ে বলেন, কোভ্যাক্সের টিকার বিষয়ে বাংলাদেশ সরকারকে একটি চিঠি দেওয়া হয়েছে। সেখানে উল্লেখ রয়েছে যে, কোভ্যাক্স কয়টি চালানে কী পরিমাণ টিকা দেবে এবং কোন দেশের টিকা দেবে। ওই হিসাব অনুযায়ী আগামী ডিসেম্বরের মধ্যেই বাংলাদেশ ৬ কোটি ডোজ টিকা পাবে।
জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের এই প্রতিনিধি আরো বলেন, বাংলাদেশ সম্পূর্ণ বিনামূল্যে এই ৬ কোটি ডোজ টিকা পাবে। এর পর কোভ্যাক্স থেকে টিকা নিতে চাইলে সরকারকে তার মূল্য পরিশোধ করতে হবে বলেও জানান তিনি।
এদিকে, বিশ্বের দরিদ্র দেশগুলোতে করোনার টিকা নিশ্চিতের বৈশ্বিক জোট গ্যাভির ওয়েবসাইট থেকে জানা যায়, এ পর্যন্ত বাংলাদেশ কোভ্যাক্স থেকে ১ কোটি ৭ লাখ ১৫ হাজার টিকা পেয়েছে। এর মধ্যে সর্বোচ্চ এসেছে যুক্তরাষ্ট্রের মডার্নার টিকা, ৫৫ লাখ। চীনা কোম্পানি সিনোফার্মের টিকা এসেছে ৩৪ লাখ ৭১ হাজার। জাপান থেকে অ্যাস্ট্রাজেনেকার টিকা এসেছে ১৬ লাখ। এ ছাড়া যুক্তরাষ্ট্রের কোম্পানি ফাইজার থেকে এসেছে ১ লাখের কিছু বেশি টিকা।
অপরদিকে, স্বাস্থ্য অধিদপ্তরের হিসাব বলছে- দেশে এ পর্যন্ত করোনার টিকা নিতে আবেদন করেছেন ৩ কোটিরও বেশি মানুষ। বিভিন্ন উৎস থেকে সব মিলিয়ে টিকা এসেছে ২ কোটি ৯০ লাখ। বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) মানদণ্ড অনুযায়ী, বাংলাদেশের যে জনসংখ্যা তাতে ১৩ কোটি মানুষকে কোভিড-১৯ টিকার আওতায় আনতে হবে। আর এর জন্য বাংলাদেশের প্রয়োজন হবে ২৬ কোটি টিকা।
বাংলাদেশ সময়: ২০:৪৯:১১ ৪৪০ বার পঠিত #কোভ্যাক্স #ছয় কোটি #জাতিসংঘ #ডিসেম্বর