সোমবার, ১৯ আগস্ট ২০১৩
প্রধানমন্ত্রীর বক্তব্যে সঙ্কট ঘনীভূত
Home Page » জাতীয় » প্রধানমন্ত্রীর বক্তব্যে সঙ্কট ঘনীভূতবঙ্গ-নিউজ ডটকমঃ আগামী নির্বাচন নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্যে হতাশা প্রকাশ করেছে বিএনপি।
দলের মুখপাত্র মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দলীয় সরকারের অধীনে নির্বাচনের এই ঘোষণা রাজনৈতিক সঙ্কট আরো ঘনীভূত করেছে।
প্রধানমন্ত্রীর বক্তব্যের তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় রোববার সন্ধ্যায় দলের গুলশানের কার্যালয়ে তিনি সাংবাদিকদের এ এ মন্তব্য করেন।
মির্জা ফখরুল বলেন, “প্রধানমন্ত্রীর বক্তব্যে জাতি হতাশ হয়েছে।”
বিকালে গণভবনে এক সংবাদ সম্মেলনে শেখ হাসিনা বলেন, সংবিধান সংশোধনের কোনই সম্ভাবনা নেই।
“জনগণের ভোট নিয়ে সংবিধান সংশোধন করেছি। সংবিধান অনুযায়ী নির্বাচন হবে। একচুলও নড়া হবে না,” রোববার গণভবনে সংবাদ সম্মেলনের পর সাংবাদিকের প্রশ্নের জবাবে সরকারের অনড় অবস্থানের কথা এভাবেই জানান তিনি।
শেখ হাসিনা বলেন,“আমরা আপনাদের আলোর পথে নিতে চাই, আপনারা অন্ধকারে যেতে চান।”
“সংবিধান মোতাবেকই এই দেশে নির্বাচন হবে। যাতে কোন অসাংবিধানিক, অগণতান্ত্রিক কেউ ক্ষমতায় না আসতে পারে,” বলেন তিনি।
প্রধানমন্ত্রী বলেন,”পার্লামেন্টে সংবিধান পরিবর্তন করে জনগণের ক্ষমতায়ন নিশ্চিত করেছি। আমরা নির্বাচন কমিশনকে শক্তিশালী করেছি। কোথাও তাদের কোনো বাধা দেওয়া হয়নি। আইনশৃংখলা বাহিনীগুলো তাদের মতো কাজ করছে। অথচ তারা মিথ্যাচার করেই চলেছে। মিথ্যাচার তাদের মজ্জাগত, মিথ্যা কথা বলাটা তাদের অভ্যাসে পরিণত করা হয়েছে।”
তবে ফখরুল আশা করছেন, সরকারের ‘শুভ বুদ্ধি’ হবে।
তিনি বলেন, “সরকারের উচিৎ সব রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা করে সঙ্কট নিরসনে উদ্যোগী হওয়া। নিদর্লীয় সরকারের অধীনে নির্বাচনের ব্যবস্থা চালু করা।”
তিনি আরও বলেন, “পদ্মাসেতু ও ব্যাংকিং ব্যাবস্থায় দুর্নীতি, শেয়ারবাজার কেলেঙ্কারি ও ধসে সরকারের লোক জড়িত। তারপরও তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়া হয়নি। বিদেশে শ্রমবাজার ক্রমাগত সঙ্কুচিত হচ্ছে। শিক্ষাপ্রতিষ্ঠানে ছাত্রলীগ নিজেরা নিজেরা মারামারি করছে। তাদের টেন্ডারবাজিতে শিক্ষাপ্রতিষ্ঠান নরকে পরিণত হয়েছে। বিচার বিভাগকে দলীয়করণ করা হয়েছে। অসংখ্য সরকারি কর্মকর্তাদের চাকরি চলে গেছে। প্রায় ৭ শতাধিক কর্মকর্তাকে ওএসডি করা হয়েছে। অনেককে বাধ্যতামূলক অবসর দেয়া হয়েছে। দলীয় ছাড়া কাউকে চাকরি দেয়া হচ্ছে না। এছাড়া অর্থের বিনিময়েও চাকরি দেয়া হচ্ছে।”
আইনশৃঙ্খলা পরিস্থিতির ক্রমান্বয়ে অবনতি হয়েছে উল্লেখ করে ফখরুল বলেন, “পরিস্থিতি এমন যে মেয়ে মা-বাবাকে খুন করছে। সাংবাদিক সাগর-রুনি হত্যার বিচার এখনো হয়নি। মানবাধিকার লঙ্ঘন করে রাজনৈতিক নেতাকর্মীরা যেভাবে গুম হচ্ছে তাতে আমরা আতঙ্কিত।”
দেশি পাটের জন্মরহস্য আবিষ্কারকে ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, ‘সমস্ত সাফল্য নিজেদের করে নেয়া ঠিক হচ্ছে না। মূল বিষয় হচ্ছে রাজনৈতিক সঙ্কট ঘনিভূত হয়ে আসছে।’
এমআর/এএসটি
বাংলাদেশ সময়: ১২:৫৩:৩৯ ৩৪৩ বার পঠিত