শনিবার, ৭ আগস্ট ২০২১

রাজধানীতে ফিল্ড হাসপাতাল চালু

Home Page » জাতীয় » রাজধানীতে ফিল্ড হাসপাতাল চালু
শনিবার, ৭ আগস্ট ২০২১



করোনা সংক্রমণ মোকাবেলায় চালু হলো ফিল্ড হাসপাতাল

বঙ্গ-নিউজ: করোনা ভাইরাসের সংক্রমণ ও মৃত্যুহার আশংখা জনক ভাবে বেড়েই চলছে। কিছুতেই এর লাগাম টেনে ধরা যাচ্ছে না। সাধ্যমতো চেষ্টা ও একের পর এক পদক্ষেপ গ্রহন করে যাচ্ছে স্বাস্থ্য বিভাগ।  প্রাণঘাতী করোনাভাইরাসের রোগীদের চিকিৎসায় আইসিইউ এবং এইচডিইউসহ এক হাজার শয্যার ফিল্ড হাসপাতাল চালু হয়েছে। আজ শনিবার স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব কনভেনশন হলে এই ফিল্ড হাসপাতাল উদ্বোধন করেন।

স্বাস্থ্যসেবা বিভাগের সিনিয়র সচিব লোকমান হোসেন এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এ ছাড়া অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. শারফুদ্দিন আহমেদসহ বিশ্ববিদ্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা ও বিভিন্ন অনুষদের ডিন।

স্বাস্থ্যমন্ত্রীর ১০০০ শয্যার ফিল্ড হাসপাতালের উদ্বোধন

হাসপাতাল সূত্রে জানা যায়, এই ফিল্ড হাসপাতালে আজ শনিবার থেকেই নতুন রোগী ভর্তির কার্যক্রম শুরু হবে। তবে অন্য কোনো হাসপাতাল ছেড়ে রোগী এলে তাকে এখানে ভর্তি নেওয়া হবে না। অবশ্য কোনো হাসপাতাল কর্তৃপক্ষ যদি রেফার্ড করে সেক্ষেত্রে সেই রোগী ভর্তি করা হবে।

জানা যায়, সম্প্রতি দেশে করোনাভাইরাসের সংক্রমণ উদ্বেগজনক হারে বেড়ে যাওয়ায় সব হাসপাতালে করোনা ইউনিটে শয্যা বাড়ানোর নির্দেশনা দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তারই অংশ হিসেবে বৃহৎ এই ফিল্ড হাসপাতালটি তৈরি করা হয়।

বাংলাদেশ সময়: ২১:০৫:০৩   ৫০৩ বার পঠিত   #  #  #  #