শনিবার, ৭ আগস্ট ২০২১
পরীমনির অনৈতিক কাজ: তদন্ত কর্মকর্তার অনৈতিকতা
Home Page » জাতীয় » পরীমনির অনৈতিক কাজ: তদন্ত কর্মকর্তার অনৈতিকতাবঙ্গ-নিউজ: পরীমনির অনৈতিক কাজের ঘটনার তদন্ত কর্মকর্তা নিজেই অনৈতিক সম্পর্কে জড়িয়ে যাবার অভিযোগ পাওয়া গেছে। তাকে অন্যত্র বদলীও করা হয়েছে। ঢাকাই চলচ্চিত্রের আলোচিত নায়িকা পরীমনির দায়ের করা মামলা তদন্ত করতে গিয়ে তার সঙ্গে অনৈতিক সম্পর্কে জড়িয়ে পড়েন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) গুলশান বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) গোলাম সাকলায়েন শিথিল। এই অপরাধে তাকে ডিবি থেকে পাবলিক অর্ডার ম্যানেজমেন্ট (পিওএম) পশ্চিমে পদায়ন করা হয়েছে।
বিষয়টি আজ শনিবার দুপুরে নিশ্চিত করেছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) ইফতেখায়রুল ইসলাম। তার আগে শিথিলকে ডিবির সব দায়িত্ব থেকে নিবৃত্ত করার কথা জানান ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. ফারুক হোসেন।
তিনি বলেন, ডিবির সব দায়িত্ব থেকে এডিসি গোলাম সাকলায়েন শিথিলকে নিবৃত্ত করা হয়েছে। তবে এখনো তাকে প্রত্যাহার করা হয়নি। পুলিশ সদরদপ্তর থেকে অফিসিয়ালি তার প্রত্যাহারের বিষয়ে সিদ্ধান্ত পাওয়া গেলে তা জানানো হবে। অন্যদিকে, সিআইডির অতিরিক্ত ডিআইজি মো. ওমর ফারুক আজ শনিবার সকালে মালিবাগের সিআইডি কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বলেন, অনৈতিক সম্পর্কের অভিযোগের বিষয়টি খতিয়ে দেখছে সিআইডি। প্রমাণ পেলে ব্যবস্থা নেওয়া হবে।
প্রসঙ্গত, সম্প্রতি ঢাকা বোট ক্লাবের ঘটনায় ব্যবসায়ী নাসির ইউ মাহমুদের বিরুদ্ধে সাভার থানায় ধর্ষণ ও হত্যাচেষ্টার মামলা করেন নায়িকা পরীমনি। সেই মামলা তদন্ত করতে গিয়ে পরীমনির সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়েন ডিবি কর্মকর্তা গোলাম সাকলায়েন। এর পর তারা একসঙ্গে ঘোরাফেরাসহ একই বাসায় অবস্থান করেছেন বলেও প্রমাণ পেয়েছেন গোয়েন্দা কর্মকর্তারা।
বাংলাদেশ সময়: ২০:৪৩:৩৫ ৫০৭ বার পঠিত #গোলাম সাকলায়েন #ডিবি #পরীমনি #বদলী #সম্পর্ক