শনিবার, ৭ আগস্ট ২০২১
টানা তিন মাস পর ভোলাগঞ্জ দিয়ে চুনাপাথর আমদানি
Home Page » প্রথমপাতা » টানা তিন মাস পর ভোলাগঞ্জ দিয়ে চুনাপাথর আমদানিবঙ্গনিউজঃ সিলেট প্রতিনিধি: দীর্ঘ ৩ মাস ৪ দিন বন্ধ থাকার পর অবশেষে স্বাস্থ্যবিধি মেনে সিলেটের ভোলাগঞ্জ স্থল শুল্ক স্টেশন দিয়ে ভারত থেকে চুনাপাথর আমদানি শুরু হয়েছে। বৃহস্পতিবার সকাল ১০টা থেকে এ স্টেশন দিয়ে চুনাপাথর আমদানি কার্যক্রম শুরু হয়।চুনাপাথর আমদানি শুরু হওয়ায় প্রাণচাঞ্চল্য ফিরেছে এসেছে ঝিমিয়ে পড়া ভোলাগঞ্জ স্থল শুল্ক স্টেশনে। ফলে ব্যবসায়ীদের মধ্যে স্বস্তি ফিরে এসেছে এবং সংশ্লিষ্ট শ্রমিকদের মুখে হাসি ফুটেছে।ভোলাগঞ্জ স্থলবন্দর সূত্রে জানা যায়, ভারতে খনি থেকে যান্ত্রিক পদ্ধতিতে এবং মাইন বিস্ফোরণ ঘটিয়ে পাথর ও চুনাপাথর উত্তোলন করা হয়। এতে পরিবেশের ওপর বিরূপ প্রভাব পড়ায় ও কোভিড-১৯ এর কারণে ভারত রপ্তানি কার্যক্রম বন্ধ করে দেয়। ফলে ১ মে থেকে সম্পূর্ণভাবে ভোলাগঞ্জ স্থল শুল্ক স্টেশন দিয়ে পাথর ও চুনাপাথর আমদানি বন্ধ হয়ে পড়ে।চুনাপাথর আমদানি বন্ধ হওয়ায় বিপাকে পড়েন কয়েক হাজার শ্রমজীবী লোকজন। বিপাকে পড়েন আমদানিকারকরাও। অন্যদিকে সরকারও এ স্থলবন্দর থেকে ক্রমাগত রাজস্ব হারাতে থাকে। তবে অবশেষে দেশের অন্যতম গুরুত্বপূর্ণ এ স্থলবন্দরটি দিয়ে পুনরায় চুনাপাথর আমদানি শুরু হয়েছে।গত জুলাই মাসের শেষের দিকে বাংলাদেশের আমদানিকারক ও ভারতের রপ্তানিকারকদের বৈঠকে ভোলাগঞ্জ দিয়ে পুনরায় পাথর আমদানি শুরু করতে উভয়পক্ষই নীতিগত সিদ্ধান্ত নেয়।ভোলাগঞ্জ চুনাপাথর আমদানিকারক গ্রুপের সাধারণ সম্পাদক মুজিবুর রহমান মিন্টু বলেন, চুনাপাথর আমদানি বন্ধ থাকায় শ্রমজীবী লোকজনের পাশাপাশি বিপাকে পড়েন আমদানিকারকরাও।চুনাপাথর আমদানি শুরু হওয়ায় কিছুটা স্বস্তি ফিরে এসেছে। বৃহস্পতিবার দুপুর পৌনে ৩টা পর্যন্ত ২০ ট্রাক চুনাপাথর আমদানি হয়েছে।ভোলাগঞ্জ চুনাপাথর আমদানিকারক গ্রুপের সভাপতি হাজী মো. সাহাব উদ্দিন বলেন, চুনাপাথর আমদানি শুরু হওয়ায় ভোলাগঞ্জ স্থলবন্দরের স্থবিরতার অবসান ঘটেছে। ব্যবসায়ী মহলে স্বস্তি ফিরেছে এসেছে। হাসি ফুটেছে শ্রমিকদের মুখে।ভোলাগঞ্জ স্থল শুল্ক স্টেশনের রাজস্ব কর্মকর্তা আব্দুর রউফ জানান, ভোলাগঞ্জ স্থল শুল্ক বন্দর দিয়ে স্বাস্থ্যবিধি মেনে বৃহস্পতিবার থেকে চুনাপাথর আমদানি শুরু হয়েছে। আইনি জটিলতা না থাকলে এখন থেকে প্রতিদিন এলসি (আমদানির ঋণপত্র) করা চুনাপাথর আমদানি কার্যক্রম চালু থাকবে।
বাংলাদেশ সময়: ১৩:৫৯:৫২ ৭৩৫ বার পঠিত # #আমদানি #চুনাপাথর #ভোলাগঞ্জ #শুল্ক স্টেশন #হাজী মো. সাহাব উদ্দিন