বৃহস্পতিবার, ৫ আগস্ট ২০২১
শিল্প-কারখানা খোলা রাখতে কোনও বাধা নেই
Home Page » জাতীয় » শিল্প-কারখানা খোলা রাখতে কোনও বাধা নেইবঙ্গনিউজঃ করোনা পরিস্থিতিতে চলমান বিধি-নিষেধ আগামী ১০ আগস্ট বাড়লেও এই সময়ের মধ্যে শিল্প, কল-কারখানা খোলা রাখতে কোনও বাধা নেই।বৃহস্পতিবার মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।এতে বলা হয়, করোনা সংক্রমণের পরিস্থিতি বিবেচনায় সকল বিধিনিষেধ ১০ আগস্ট রাত ১২ টা পর্যন্ত বাড়ানো হলো। তবে এই সময় শিল্প কল-কারখানা বিধি-নিষেধের আওতার বাইরে থাকবে। স্বাস্থ্যবিধি অনুসরণ করে অভ্যন্তরীণ রুটে বিমান চলবে।করোনার সংক্রমণ কমাতে সব ধরনের অফিস বন্ধ রেখে ১ থেকে ১৪ জুলাই পর্যন্ত কঠোর বিধি-নিষেধ কার্যকর করে সরকার। এরপর কোরবানির ঈদের আগে গত ১৫ জুলাই থেকে আটদিনের জন্য সব বিধিনিষেধে তুলে নেওয়া হয়।গত ২৩ জুলাই থেকে ফের ১৪ দিনের কঠোর বিধি-নিষেধ চলছে, যা ৫ আগস্ট শেষ হচ্ছে। এই বিধি-নিষেধ ১০ আগস্ট পর্যন্ত বাড়িয়ে প্রজ্ঞাপন জারি হয় বৃহস্পতিবার।
বাংলাদেশ সময়: ১৫:১৪:১৭ ৬৭৫ বার পঠিত # #কভিড১৯ #করোনা ভাইরাস #গোপালগঞ্জ #দিনাজপুর #নাটোর #বাঘেরহাট #বিধি-নিষেধ #বিশ্বস্বাস্থ্য #শিল্প-কারখানা #সংক্রমণ