সোমবার, ২ আগস্ট ২০২১

এসেছে অক্সিজেনের চতুর্থ চালান ভারত থেকে

Home Page » প্রথমপাতা » এসেছে অক্সিজেনের চতুর্থ চালান ভারত থেকে
সোমবার, ২ আগস্ট ২০২১



ফাইল ছবি

বঙ্গনিউজঃ ভারত থেকে ১০টি কনটেইনারে আরও ২০০ মেট্রিক টন তরল মেডিকেল অক্সিজেন এসেছে। এ নিয়ে চতুর্থ দফায় এল অক্সিজেনের চালান।রোববার রাত দুইটার দিকে ‘ইন্দো-বাংলা এক্সপ্রেস’ নামের বিশেষ ট্রেনটি তরল অক্সিজেন নিয়ে সিরাজগঞ্জের বঙ্গবন্ধু সেতুর পশ্চিম রেলস্টেশনে এসে পৌঁছায়।সোমবার সকাল সাতটা থেকে কনটেইনার থেকে অক্সিজেন খালাস কার্যক্রম শুরু হয়। এ কার্যক্রম সন্ধ্যা পর্যন্ত চলে।করোনা সংক্রমণের ঊর্ধ্বগতিতে সারা দেশে হাসপাতালগুলোতে রোগীর চাপ ক্রমশ বাড়ছে। সেই সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে অক্সিজেন সঙ্কটও। সঙ্কট মোকাবিলায় বেসরকারি কোম্পানি লিন্ডে বাংলাদেশ লিমিটেড ভারত থেকে অক্সিজেন আমদানি করছে।লিন্ডে বাংলাদেশের কর্মকর্তারা জানান, কনটেইনার থেকে অক্সিজেন খালাস করে লরিতে ১৫ থেকে ২০ মেট্রিক টন করে অক্সিজেন সড়কপথে নারায়ণগঞ্জের রূপগঞ্জে অবস্থিত আমদানিকারক কোম্পানির সেন্ট্রাল অক্সিজেন প্ল্যান্টে নিয়ে যাওয়া হয়। সেখানে থেকে পরে চাহিদা অনুযায়ী তা পৌঁছে যাবে দেশের বিভিন্ন প্রান্তের হাসপাতালগুলোতে।প্রতি সপ্তাহে দুই থেকে তিনবার ভারত থেকে তরল মেডিকেল অক্সিজেন আমদানি করে বঙ্গবন্ধু সেতু পশ্চিম রেলস্টেশনেই খালাস করা হবে বলে জানিয়েছেন প্রতিষ্ঠানটির কর্মকর্তারা।লিন্ডে বাংলাদেশ রেলপথে এ পর্যন্ত ৮০০ টন তরল অক্সিজেন বাংলাদেশে আনল। এর আগে ৩ ধাপে ৬০০ টন তরল অক্সিজেনবাহী বিশেষ ট্রেন সিরাজগঞ্জের বঙ্গবন্ধু সেতু পশ্চিম রেলস্টেশনে আসে।

বাংলাদেশ সময়: ২০:২১:৩৪   ৪৬০ বার পঠিত   #  #  #  #  #  #  #  #  #  #