রবিবার, ১ আগস্ট ২০২১
নূরুল ইসলাম বিপিএম এর কবিতা ‘মহাবিশ্বপ্রেমিক যুগল’
Home Page » সাহিত্য » নূরুল ইসলাম বিপিএম এর কবিতা ‘মহাবিশ্বপ্রেমিক যুগল’
চলো সৌরজগৎ ছেড়ে নিহারীকা হয়ে ছায়াপথে পথে ঘুরবো অনন্তকাল তোমার হাত ধরে,
হাজার জগতের সেরা সে জগতে শুধু তোমায় রাখবো বুকে ধরে।
গ্রহ নক্ষত্র সব পাড়ি দিয়ে চলো দু’জনে যাবো সেইখানে
যেখানে মহাবিশ্বের মহাসমারোহে কাটবে দু’জনার প্রেম অনন্তের পথ ঘুরে ঘুরে।
দূর দিগন্তে ভেসে ভেসে দু’জনাতে আঁকবো মহাবিশ্বের মহাছবি,
কখনো হবো শিল্পী দু’জন,কখনো হবো মহাবিশ্বকবি।
তোমার পরশে নিহারীকা সব
নক্ষত্রখচিত হয়ে
মহাবিশ্বে মহানন্দে করবে আলো বিকিরণ,
সেখানেই রবো মহানন্দে হাসিতে খুশিতে অনন্তকাল আমরা দু’জন।
অনন্তের পথে অনন্ত প্রেম জেগে রবে অনাদি-অনন্তকাল,
তুমি প্রেমিকা আমিই সে প্রেমিক হয়ে আমরা দু’জন হবো মহাবিশ্বপ্রেমিক যুগল।
একসাথে একপথে হাতে হাত রেখে চলো করবো মহাবিশ্ব পরিভ্রমণ,
নিহরীকা-ছায়াপথ ঘুরে ঘুরে আজন্ম রয়ে যাবো সেইখানে
অনাদি-অনন্তকাল মহাবিশ্বপ্রেমিক যুগল-তুমি আর আমি শুধুই আমরা দু’জন।
বাংলাদেশ সময়: ২০:৪৮:০৮ ৬৩১ বার পঠিত #কবিতা #প্রেমের কবিতা #বাংলা #মহাবিশ্ব #সাহিত্য