রবিবার, ১৮ আগস্ট ২০১৩

মহাখালীতে পুলিশের সাথে শিবিরের সংঘর্ষ,আহত ৭

Home Page » জাতীয় » মহাখালীতে পুলিশের সাথে শিবিরের সংঘর্ষ,আহত ৭
রবিবার, ১৮ আগস্ট ২০১৩



maps1.bmpবঙ্গ-নিউজ ডটকম:রাজধানীর মহাখালী এলাকায়  পুলিশের সঙ্গে শিবির নেতা-কর্মীদের সংঘর্ষে ২ পুলিশসহ ৭ জন আহত হয়েছেন। এ সময় শিবির কর্মীরা ককটেল বিস্ফোরণ ও গাড়ি ভাঙচুর করে। এঘটনায় দু’শিবির নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছেন পুলিশ। আজ সকাল ৯টায় এ সংঘর্ষ হয়। গ্রেপ্তারকৃতরা হলেন, ছাত্র শিবিরের টঙ্গি শাখার প্রচার সম্পাদক হাফেজ আলাউদ্দিন ও হাফেজ রব্বানি। টঙ্গির তালিমুল তাওকুল রহমানিয়া মাদরাসার ছাত্র তারা। তেজগাঁও থানার ওসি অপূর্ব হাসান বলেন, সকালে ছাত্র শিবিরের ব্যানারে একটি মিছিল বনানী এলাকা থেকে রেলক্রসিং, তেজগাঁও থানা এলাকার আয়শা মেমোরিয়াল সংলগ্ন স্থানে পৌঁছে। সেখান থেকে পুলিশ সদস্যদের লক্ষ্য করে কয়েকটি ককটেল বিস্ফোরণ ঘটায় শিবির কর্মীরা এবং একটি মাইক্রোবাস ভাঙচুর করে। এ সময় পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে পাল্টা গুলি ছুড়ে। পরবর্তীতে ঘটনাস্থল থেকে দু’শিবিরকে গ্রেপ্তার করা হয়। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে এই বিক্ষোভ মিছিলের আয়োজন করে শিবির।

বাংলাদেশ সময়: ১৯:৩৩:৫১   ৪৫৮ বার পঠিত