শনিবার, ৩১ জুলাই ২০২১

মেহের আফরোজ শাওন ‘পজিটিভ’

Home Page » বিনোদন » মেহের আফরোজ শাওন ‘পজিটিভ’
শনিবার, ৩১ জুলাই ২০২১



 মেহের আফরোজ শাওন

বঙ্গনিউজঃ   ফেসবুকে একটি মাত্র শব্দ লেখেন মেহের আফরোজ শাওন। তার সেই একটি শব্দেই শুভ কামনা, ভালোবাসায় ভরিয়ে দিয়েছেন ভক্ত, অনুরাগী, বন্ধু ও স্বজনেরা। এটাও সত্য যে, সেখানে তিনি স্পষ্ট করে কিছুই জানাননি।

ফেসবুকে ‘পজিটিভ’ লেখেন শাওন। তাই করোনার এ সময়ে মোটামুটি সবাই ধরে নিয়েছেন শাওন ভাইরাসটিতে আক্রান্ত এবং সেটাই স্বাভাবিক।

বিষয়টি পরিষ্কার হতে মুঠোফোনে যোগাযোগ করা হল শাওনের সাথে। বললেন, “হ্যাঁ, আমি করোনা পজিটিভ। উপসর্গ বলতে কিছুটা কাশি ও ঠান্ডা রয়েছে। বাসায় আছি। দোয়া করবেন।

বাংলাদেশ সময়: ৭:১৫:৫৮   ৮৭৬ বার পঠিত   #  #  #  #  #  #  #