শনিবার, ৩১ জুলাই ২০২১
ইমাম শিকদারের কবিতা ‘জীবনটা অনেক ছোট’
Home Page » সাহিত্য » ইমাম শিকদারের কবিতা ‘জীবনটা অনেক ছোট’জীবন নিয়ে ছিনিমিনি করোনা কেউ আর
চোখের জলে ভাসবে তুমি সারা জীবন ভর।
দুঃখ-কষ্টে জীবন গড়া সুখের মাত্রা কম
সুখের লাইগা শেষ করিলা আপন বাহুবল।
দুঃখ ছাড়া সুখের লাইগা হইলে নিরুপায়
সুখ কি আর দুঃখ ছাড়া বুঝার উপায় হয় ?
জীবন কিন্তু জীবন নয় সেতো অনেক ছোট
সময় মতো জীবন গড়ো শেখ সাদির মতো।
দুঃখ যাদের জীবন গড়া দুঃখ আবার কিসের ?
দুঃখ বিনা সুখ লাভ হয় কি মহীতে ।
ছোট ছিলাম ভালো ছিলাম আদর্শের বাহুডোর
আ স্তে আস্তে বড় হলাম দায়িত্বে মশগুল।
জীবন যৌবনে রূপের ঝংকারে করেছো অহংকার
বিধির বিধানে হেলে গেছ পড়ন্ত বিকেলে নেই তো সময়
আর ।
কি হবে আর শেষের বিকেলে, একটু ক্ষমা চেয়ে না-ও
হয়তো আর পাবেনা সেইটুকু সময় নিস্তব্ধ হ’য়ে যাবে
সুন্দর দেহমন ।
সুখের আশায় করলে তুমি জীবন নদী পার
সুখ পাখিটা দিলনা ধরা এ জীবনে আর ।
এ ধরনীর বুকে তুমি নাইবা দিলে সুখ
পরের জনমে খোদা তুমি রাখিওনা দুঃখ ।
বাংলাদেশ সময়: ২:২৭:৫৫ ৭২২ বার পঠিত #আধুনিক কবিতা #কবিতা #জীবন #বাংলা কবিতা