ইমাম শিকদারের কবিতা ‘জীবনটা অনেক ছোট’

Home Page » সাহিত্য » ইমাম শিকদারের কবিতা ‘জীবনটা অনেক ছোট’
শনিবার, ৩১ জুলাই ২০২১



জীবনটা অনেক ছোট

জীবন নিয়ে ছিনিমিনি করোনা কেউ আর
চোখের জলে ভাসবে তুমি সারা জীবন ভর।
দুঃখ-কষ্টে জীবন গড়া সুখের মাত্রা কম
সুখের লাইগা শেষ করিলা আপন বাহুবল।

দুঃখ ছাড়া সুখের লাইগা হইলে নিরুপায়
সুখ কি আর দুঃখ ছাড়া বুঝার উপায় হয় ?
জীবন কিন্তু জীবন নয় সেতো অনেক ছোট
সময় মতো জীবন গড়ো শেখ সাদির মতো।

দুঃখ যাদের জীবন গড়া দুঃখ আবার কিসের ?
দুঃখ বিনা সুখ লাভ হয় কি মহীতে ।
ছোট ছিলাম ভালো ছিলাম আদর্শের বাহুডোর
আ স্তে আস্তে বড় হলাম দায়িত্বে মশগুল।

জীবন যৌবনে রূপের ঝংকারে করেছো অহংকার
বিধির বিধানে হেলে গেছ পড়ন্ত বিকেলে নেই তো সময়
আর ।
কি হবে আর শেষের বিকেলে, একটু ক্ষমা চেয়ে না-ও
হয়তো আর পাবেনা সেইটুকু সময় নিস্তব্ধ হ’য়ে যাবে
সুন্দর দেহমন ।

সুখের আশায় করলে তুমি জীবন নদী পার

সুখ পাখিটা দিলনা ধরা এ জীবনে আর ।
এ ধরনীর বুকে তুমি নাইবা দিলে সুখ
পরের জনমে খোদা তুমি রাখিওনা দুঃখ ।

ইমাম শিকদার

বাংলাদেশ সময়: ২:২৭:৫৫   ৭০৩ বার পঠিত   #  #  #  #




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

সাহিত্য’র আরও খবর


সাধক কবি রামপ্রসাদ সেন: স্বপন চক্রবর্তী
ড. গোলসান আরা বেগমের কবিতা “আমি তো গাঁয়ের মেয়ে ”
৫০ বছরের গৌরব নিয়ে জাবির বাংলা বিভাগ বিশাল ‘সুবর্ণ জয়ন্তী’ উৎসব আয়োজন করেছে
অধ্যক্ষ ড. গোলসান আরা বেগমের কবিতা- ‘তোমার খোঁজে ‘
অতুলপ্রসাদ সেন: ৩য় (শেষ ) পর্ব-স্বপন চক্রবর্তী
অতুলপ্রসাদ সেন;পর্ব ২-স্বপন চক্রবর্তী
অতুলপ্রসাদ সেন-স্বপন চক্রবর্তী
অধ্যক্ষ ড. গোলসান আরা বেগমের কবিতা ” যাবে দাদু ভাই ?”
বাদল দিনে- হাসান মিয়া
ইমাম শিকদারের কবিতা ‘ছোট্ট শিশু’

আর্কাইভ