
রবিবার, ১৮ আগস্ট ২০১৩
বিশ্ব রেকর্ড গড়লেন উসেইন বোল্ট
Home Page » খেলা » বিশ্ব রেকর্ড গড়লেন উসেইন বোল্টবঙ্গ-নিউজ ডটকম:বিশ্ব রেকর্ড গড়লেন উসেইন বোল্ট। ২০০ মিটার দৌড় বিশ্ব চ্যাম্পিয়নশিপে ৩ বার সোনা জয়ের নজির গড়লেন বোল্ট। মাত্র ১১.৬৬ সেকেন্ড সময় নিয়ে এবারের রেকর্ড গড়েন তিনি। এর আগে জামাইকার ওয়ারেন ওয়েইর ১৯.৭৯ সেকেন্ডে ২০০ মিটার দৌড়ের রেকর্ড গড়েন। ২০.০৪ সেকেন্ডে ল্যাপ শেষ করার রেকর্ড ছিল আমেরিকার ক্রাস্টিসের দখলে। অতীতের ওই দুটি রেকর্ডকেই ভেঙে দিয়েছেন বোল্ট।
বাংলাদেশ সময়: ১৯:১৪:২১ ৫৩৪ বার পঠিত