শুক্রবার, ৩০ জুলাই ২০২১

পাটুরিয়া ঘাটে ঢাকামুখী যাত্রীদের ব্যাপক ভিড়

Home Page » জাতীয় » পাটুরিয়া ঘাটে ঢাকামুখী যাত্রীদের ব্যাপক ভিড়
শুক্রবার, ৩০ জুলাই ২০২১



 ঢাকামুখী যাত্রীদের ব্যাপক ভিড় ফাইল ছবি

বঙ্গনিউজঃ   মানিকগঞ্জের পাটুরিয়া ঘাটে শুক্রবার সকাল থেকে ঢাকামুখী যাত্রীদের ব্যাপক ভিড় দেখা গেছে। বিভিন্ন উপায়ে দৌলতদিয়া ঘাটে এসে ফেরি পার হচ্ছেন তারা। এরপর ঘাট এলাকা থেকে মোটরসাইকেল, প্রাইভেটকার বা অন্য কোনো যানবাহনে করে ভেঙে ভেঙে কিংবা সরাসরি ঢাকায় যাচ্ছেন। যানবাহন না পেয়ে ভোগান্তিতে পড়ছেন অনেক যাত্রী।

দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ২১টি জেলার মানুষ এ ফেরিঘাট হয়ে ঢাকায় ফেরেন। শুক্রবার সকাল থেকেই ঘাটে ঢাকামুখী যাত্রীরা আসতে থাকেন। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বাড়তে থাকে তাদের চাপ। এ নৌ-রুটে চলাচলরত প্রতিটি ফেরি যাত্রী, ব্যক্তিগত ও পণ্যবাহী যানবাহনে পূর্ণ হয়ে পাটুরিয়া ঘাটে ভিড়ছে। স্বাস্থ্যবিধি না মেনেই মানুষজনকে গাদাগাদি করে ফেরি পার হতে দেখা গেছে।

বিআইডব্লিউটিসির আরিচা অফিস সূত্র জানায়, সকাল থেকে দৌলতদিয়া ঘাট হয়ে হাজার হাজার মানুষ ফেরিতে নদী পাড়ি দিচ্ছেন। এরপর পাটুরিয়া ঘাটে এসে বিভিন্ন যানবাহনে কর্মস্থল ঢাকায় যাচ্ছেন।

এ নৌ-রুটে লঞ্চ চলাচল বন্ধ থাকায় লঞ্চের যাত্রীরাও ফেরিতে নদী পার হচ্ছেন। পাটুরিয়া যানবাহন না পেয়ে অনেক যাত্রীই পরিবার-পরিজন নিয়ে পড়েছেন বিপাকে। তাদের অনেককে ঘণ্টার পর ঘণ্টা যানবাহনের জন্য অপেক্ষা করতে দেখা গেছে। কেউ কেউ ৭-৮ কিলোমিটার পায়ে হেঁটে উথলী, চেপড়া, বরংগাইলসহ বিভিন্ন স্টেশনে এসে হ্যালোবাইক, অটোরিকশা, ভ্যান, প্রাইভেটার ও মোটরসাইকেলে ভেঙে ভেঙে ঢাকায় ফিরছেন। এক্ষেত্রে ভাগান্তির পাশাপাশি তাদের গুনতে হচ্ছে অতিরিক্ত ভাড়া।

পাটুরিয়া ঘাটে যানবাহনের জন্য অপেক্ষায় থাকা পোশাকশ্রমিক ফরিদা, আঁখি আক্তার, বিথি আক্তার, রিপন শেখ যাবেন সাভারে। তারা জানান, সকাল সাড়ে ৯টার দিকে পাটুরিয়া ঘাটে এসেছেন। কিন্ত দুপুর সাড়ে ১২টা পর্যন্ত ঘাটে অপেক্ষায় থেকে কোনো যানবাহন না পেয়ে পায়ে হেঁটে উথলী ও টেপড়া বাস স্টেশনে যাচ্ছেন। সেখান থেকে যানবাহন পেলে ভেঙে ভেঙে ফিরবেন সাভারে।

আরিচা অফিসের বিআইডব্লিউটিসির ডিজিএম জিল্লুর রহমান জানান, আজ সকাল থেকে ঢাকামুখী যাত্রীদের ভিড়টা বেশি এ নৌ-রুটে ৯টি ফেরি দিয়ে যাত্রী ও যানবাহন পারাপার করা হচ্ছে।

বাংলাদেশ সময়: ১৭:২৯:৩৮   ৫৫৬ বার পঠিত   #  #  #  #  #  #  #  #  #  #  #