বৃহস্পতিবার, ২৯ জুলাই ২০২১

বৈরী আবহাওয়ায় শিমুলিয়া-বাংলাবাজার নৌরুটে ফেরি চলাচল বন্ধ

Home Page » আজকের সকল পত্রিকা » বৈরী আবহাওয়ায় শিমুলিয়া-বাংলাবাজার নৌরুটে ফেরি চলাচল বন্ধ
বৃহস্পতিবার, ২৯ জুলাই ২০২১



শিমুলিয়া-বাংলাবাজার নৌরুটে ফেরি চলাচল বন্ধ

বঙ্গনিউজঃ   বৈরী আবহাওয়ায় পদ্মা উত্তাল হয়ে ওঠায় শিমুলিয়া-বাংলাবাজার নৌরুটে ফেরি চলাচল সাময়িকভাবে বন্ধ রয়েছে।

বৃহস্পতিবার বেলা ১২টার দিকে ফেরি চলাচল বন্ধ করে দিয়েছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি)।

বিআইডব্লিউটিসির কর্মকর্তা মো. সাফায়েত আহম্মেদ জানান, সকাল থেকে ৭টি ফেরি দিয়ে যানবাহন পারাপার করা হচ্ছিল। কিন্তু বৈরী আবহাওয়ায় পদ্মা উত্তাল হয়ে বড় বড় ঢেউ আছড়ে পড়ছে। প্রচণ্ড বাতাসে শিমুলিয়া বন্দরের ৪টি ঘাটের ২টির পন্টুন সরে গেছে। স্রোতের তীব্রতা বৃদ্ধি পাওয়ায় ঢেউ ও স্রোতের সঙ্গে পাল্লা দিয়ে চলাচল ব্যাহত হওয়ায় সাময়িকভাবে ফেরি বন্ধ রাখা হয়েছে।

তিনি আরও জানান, ফেরি চলাচল বন্ধ হয়ে পড়ায় ঘাটের উভয় প্রান্তে ৬ শতাধিক যানবাহন পারাপারের অপেক্ষায় আটকা পড়েছে।

বাংলাদেশ সময়: ১৪:৫৮:২৪   ৮৭১ বার পঠিত   #  #  #  #  #