
মঙ্গলবার, ২৭ জুলাই ২০২১
এনআইডি দেখালেই মিলবে টিকা,ইউপিতে হচ্ছে কেন্দ্র
Home Page » জাতীয় » এনআইডি দেখালেই মিলবে টিকা,ইউপিতে হচ্ছে কেন্দ্র বঙ্গ-নিউজ: করোনার টিকাদান কর্মসূচি স্থবির হয়ে পড়ার পর ফের জোরদার করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এর অংশ হিসেবে আগামী ৭ আগস্ট থেকে ইউনিয়ন পরিষদের (ইউপি) কেন্দ্রে দেয়া হবে টিকা। এ ক্ষেত্রে আগাম নিবন্ধনের প্রয়োজন পড়বে না, জাতীয় পরিচয়পত্র (এনআইডি কার্ড) দেখালেই চলবে।
আজ মঙ্গলবার এসব তথ্য জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল ও স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। তারা জানান, সরকার টিকা কার্যক্রমকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে। সেজন্য ইউনিয়ন পর্যায়ে টিকাদান কর্মসূচি নিয়ে যাওয়া হচ্ছে। এতে স্থানীয় জনপ্রতিনিধি, সমাজসেবকসহ গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সম্পৃক্ত করা হবে।
এর আগে সচিবালয়ের মন্ত্রিপরিষদ সভাকক্ষে এক বৈঠকে দুই মন্ত্রীর সঙ্গে স্বাস্থ্য সচিব, আইজিপি, বিজিবি প্রধানসহ অন্যান্য সংস্থার শীর্ষ কর্মকর্তারা অংশ নেন। সেখানে চলমান লকডাউন আগামী ৫ আগস্টের পর বাড়ানোর বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়নি বলে জানা গেছে।
বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফকালে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল জানান, ৫ আগস্ট পর্যন্ত লকডাউন চলবে, শিল্প কারখানা বন্ধ থাকবে। বিভিন্ন কারখানা খোলার অনুমতি চেয়ে মালিকরা বারবার অনুরোধ করছেন। আমরা সেটা এলাউ কারিনি। চলমান এই লকডাউনের শেষ পর্যন্ত কারখানা বন্ধ থাকাসহ অন্যান্য বিধিনিষেধ কড়াকড়িভাবে পালিত হবে।
এর আগে গত শনিবার এক ভার্চ্যুয়াল মতবিনিময় সভায় স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক জানিয়েছিলেন, অনলাইনে নিবন্ধন ছাড়াই টিকা পাবেন গ্রামের মানুষেরা। এ ক্ষেত্রে বয়স্কদের অগ্রাধিকার দেয়া হবে। জাতীয় পরিচয়পত্রের ভিত্তিতে তাদের টিকা দেয়া হবে, প্রয়োজনে পরে তাদের নাম অনলাইনে নিবন্ধিত করা হবে।
বাংলাদেশ সময়: ২০:৪৭:০৭ ৪৩২ বার পঠিত #ইউপি কেন্দ্র #করোনা #টিকা #নিবন্ধন #স্বাস্থ্য বিভাগ