সোমবার, ২৬ জুলাই ২০২১

ভাইভা ছাড়াই ৪ হাজার ডাক্তার, ৪ হাজার নার্স নিয়োগ হবে

Home Page » জাতীয় » ভাইভা ছাড়াই ৪ হাজার ডাক্তার, ৪ হাজার নার্স নিয়োগ হবে
সোমবার, ২৬ জুলাই ২০২১



প্রতীকি ছবি-ডেল্টা ভাইরাস

বঙ্গ-নিউজ: স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, দেশের চলমান করোনা পরিস্থিতিতে ক্লান্ত হয়ে পড়েছেন অনেক ডাক্তার ও নার্স। সে কারণে চিকিৎসা সেবা অব্যাহত রাখতে দ্রুত সময়ের মধ্যে ভাইভা ছাড়াই ৪ হাজার ডাক্তার এবং ৪ হাজার নার্স নিয়োগ দেওয়া হবে।

মন্ত্রিসভার বৈঠক শেষে আজ সোমবার দুপুরে এ তথ্য জানিয়ে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা চলমান টিকা কার্যক্রম আরো জোরদার করার নির্দেশ দিয়েছেন। এ ছাড়া সারাদেশের ওয়ার্ড ও ইউনিয়ন পর্যায়ে টিকা কার্যক্রম শুরু করার পাশাপাশি গ্রামের বয়স্ক মানুষকে টিকার আওতায় আনারও নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী।

জাহিদ মালেক আরো বলেন, এটা দুঃখজনক ঘটনা যে, জনগণ লকডাউন মানছে না। দেশের মানুষ যদি লকডাউন না মানে তাহলে হাসপাতালে জায়গা হবে না। আগামী বছরের দ্বিতীয় ভাগে জনসনের ৭ কোটি ডোজ করোনার ভ্যাকসিন দেশে আসবে বলেও জানান স্বাস্থ্যমন্ত্রী।

ফাইল ছবি -করোনায় মৃতদের দাফনের জন্য নেওয়া হচ্ছে

প্রসঙ্গত, সাম্প্রতিক সময়ে দেশে করোনাভাইরাসের সংক্রমণ ও মৃত্যু বেড়ে গেছে। এর মধ্যেই ঈদুল আজহা উপলক্ষে ৮ দিনের জন্য লকডাউন শিথিল করা হয়। এ অবস্থায় সংক্রমণের হার আরো বাড়ার আশঙ্কা করা হচ্ছে। ঈদের পর গতকাল রোববার সর্বোচ্চ করোনা রোগী শনাক্ত ও মৃত্যু হয়েছে।

বাংলাদেশ সময়: ২০:৩০:৩৮   ৫১৯ বার পঠিত   #  #  #  #