সোমবার, ২৬ জুলাই ২০২১
গরু বাঁচাতে গিয়ে ইউএনওর গাড়ি খাদে
Home Page » জাতীয় » গরু বাঁচাতে গিয়ে ইউএনওর গাড়ি খাদেবঙ্গ-নিউজ: রাস্তায় থাকা পথচারী ও গরুর প্রাণ বাঁচাতে গিয়ে খাদে পড়ে গেছে উপজেলা নির্বাহী কর্মকর্তার গাড়ি। আজ ঘটনাটি ঘটেছে ময়মনসিংহের গফরগাঁও উপজেলায়। এতে বড় ধরনের কোনো দুর্ঘনা ঘটেনি। শুধু গাড়ির চালক সামান্য আহত হয়েছেন।
ইউএনও মোহাম্মদ তাজুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, আজ সকাল ৯টার দিকে গফরগাঁও উপজেলা সদরের পাশে পাচুয়া নামক স্থানে এ ঘটনা ঘটে। এ ঘটনায় গাড়ির চালক খসরু মিয়া হাতে ব্যথা পেয়েছেন। তাকে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে।
তিনি আরো জানান, এদিন সকাল সাড়ে ৮টার দিকে তার বাসভবন থেকে খসরু মিয়া গাড়ি বের করে তেল আনার জন্য পাম্পে যাচ্ছিলেন। ৯টার দিকে পাচুয়া নামক স্থানে সড়কের ওপর দাঁড়িয়ে থাকা গরু এবং কয়েকজন পথচারীকে বাঁচাতে গিয়ে চালক নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি খাদে নামিয়ে দেন।
এ সময় রাস্তায় দাঁড়িয়ে থাকা গরু কিছুটা আঘাত পেয়েছে। পরে স্থানীয় প্রাণিসম্পদ হাসপাতালে নিয়ে গিয়ে ওই গরুর চিকিৎসা দেওয়া হয়েছে বলেও জানান ইউএনও মোহাম্মদ তাজুল ইসলাম।
বাংলাদেশ সময়: ২০:০৫:১৩ ৩৯৯ বার পঠিত #ইউএনও #খাদে #গফরগাঁও #গরু #গাড়ি