সোমবার, ২৬ জুলাই ২০২১
এফ-৩৫ কে টেক্কা দিতে এলো রাশিয়ার চেকমেট !
Home Page » জাতীয় » এফ-৩৫ কে টেক্কা দিতে এলো রাশিয়ার চেকমেট !
বঙ্গ-নিউজ: মার্কিন অত্যাধুনিক যুদ্ধবিমান এফ-৩৫ নিয়ে বেশ আলোচনা হচ্ছে গত কয়েক বছর ধরে। অনেকগুলো দেশে এই যুদ্ধবিমান বিক্রি করেছে যুক্তরাষ্ট্র। এবার এফ-৩৫ কে টেক্কা দিতে চলে এসেছে রাশিয়ার উদ্ভাবিত চেকমেট। এটিকে বলা হচ্ছে পঞ্চম প্রজন্মের স্টেলথ যুদ্ধবিমান। দিনকয়েকের মধ্যেই এই ফাইটার জেট প্রদর্শিত হবে মস্কোর আন্তর্জাতিক এয়ারশো-তে।
প্রযুক্তিগত ব্যবহারের দিক থেকে এটি যেমন ছাড়িয়ে গেছে এফ-৩৫ কে, তেমনি বর্তমানে বিশ্বের অস্ত্র ব্যবসার শীর্ষস্থানও অনায়াসেই দখল করে নেবে চেকমেট। কারণ এর যেসব ফিচার রয়েছে, সেগুলো এর আগে আর কোনো যুদ্ধবিমানে দেখা যায়নি।
বলা হচ্ছে, এই যুদ্ধবিমান যোগ হওয়ার ফলে পাল্টে যাবে রাশিয়ার সামরিক সক্ষমতা। কারণ সর্বাধুনিক এই ফাইটার জেটটির বিশেষ বৈশিষ্ট্য হলো- প্রচলিত সব ধরনের রাডারকে নিখুঁতভাবে ফাঁকি দিতে সক্ষম। এটি শব্দের চেয়েও দ্বিগুণ গতিসম্পন্ন। আকাশে, ভূমিতে এবং পানিতে- তিন স্থানেই সমানভাবে ক্ষেপণাস্ত্র হামলা করতে সক্ষম।
২০২৬ সাল থেকে এই যুদ্ধবিমান রপ্তানির পরিকল্পনা করছে রাশিয়া। দেশটির বিখ্যাত অস্ত্র নির্মাণ প্রতিষ্ঠান সুখোই কর্তৃক নির্মিত এই যুদ্ধবিমান নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তিনি বলেন, এই অত্যাধুনিক যুদ্ধবিমান শুধু আমাদের সামরিক সক্ষমতাই বাড়াবে না, আন্তর্জাতিক বাজারেও আমাদেরকে অপ্রতিদ্বন্দ্বী করে তুলবে।
বাংলাদেশ সময়: ১৯:৫০:৩২ ৩৯৯ বার পঠিত #এফ-৩৫ #চেকমেট #মার্কিন #রাশিয়া