রবিবার, ২৫ জুলাই ২০২১

বউয়ের নেশা

Home Page » প্রথমপাতা » বউয়ের নেশা
রবিবার, ২৫ জুলাই ২০২১



ওমর ফারুক দোলা
-ওমর ফারুক দোলা

বিড়ির নেশা গুলের নেশা
হয়নি কোনো কালে,
মন মজেনি কভু আমার
টক মিষ্টি ও ঝালে।
কৈশোরেতে বইয়ের নেশায়
হয়েছিলাম মত্ত,
বাবা - মায়ের বকাঝকা
খেয়েছি যে কত্ত।
এখন বইয়ের জায়গাটাকে
বউ নিয়েছে কেড়ে,
বউয়ের প্রতি ভালোবাসা
যাচ্ছে বড্ড বেড়ে।
বউই জীবন বউই মরণ
বউই আমার নেশা,
সত্যি করে বলছি দাদা
আমি যে বউঘেষা!

বাংলাদেশ সময়: ২২:৩৫:৩৯   ৮৯৬ বার পঠিত