মঙ্গলবার, ২০ জুলাই ২০২১
করোনার বিরুদ্ধে লড়াইয়ে পিছু হটা যাবে না:প্রধানমন্ত্রী
Home Page » জাতীয় » করোনার বিরুদ্ধে লড়াইয়ে পিছু হটা যাবে না:প্রধানমন্ত্রীবঙ্গ-নিউজ: প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, গত এক বছর ধরে প্রাণঘাতী করোনাভাইরাসের বিরুদ্ধে লড়াই করে যাচ্ছি আমরা। লড়াইটা এখনও শেষ হয়নি। বরং আরও বেশি শক্তি সঞ্চার করে ভাইরাসটি আমাদের ওপর আক্রমণ শানিয়েছে।
‘এ অবস্থায় পিছু হটা যাবে না। সর্বশক্তি নিয়োগ করে লড়াই চালিয়ে যেতে হবে। আমাদেরকে জিততেই হবে। ইনশাআল্লাহ আমরা জিতবো।’
আজ পবিত্র ঈদুল আজহা উপলক্ষে এক ভিডিও বার্তায় এসব কথা বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বার্তায় দেশবাসীকে শুভেচ্ছা জানিয়ে তিনি বলেন, ত্যাগের মহিমায় সমুজ্জল পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানাই সবাইকে। করোনাকালে স্বাস্থ্যবিধি মেনে ঈদ উদযাপন করতে হবে। অপরকেও স্বাস্থ্যবিধি মানার ব্যাপারে উৎসাহিত করতে হবে।
করোনায় আক্রান্ত হয়ে ইতোমধ্যেই যারা মারা গেছেন, তাদের আত্মার মাগফেরাত কামনা করেছেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, এই ভাইরাসের কারণে আমরা অনেকেই আপনজনদেরকে হারিয়েছি। তাই সতর্ক হওয়ার কোনো বিকল্প নেই। এর বিরুদ্ধে প্রতিরোধ মানে, যথাযথ স্বাস্থ্যবিধি মেনে চলা। এর কোনো বিকল্প নেই।
বাংলাদেশ সময়: ২০:০৪:৪২ ৫৫৪ বার পঠিত #ঈদুল আজহা #করোনা #জিততে হবে #প্রধানমন্ত্রী