রবিবার, ১৮ জুলাই ২০২১
কেহই ভ্যাকসিন থেকে বাদ যাবেনা:প্রধানমন্ত্রী
Home Page » জাতীয় » কেহই ভ্যাকসিন থেকে বাদ যাবেনা:প্রধানমন্ত্রীবঙ্গ-নিউজ: দেশের সব মানুষকে পর্যায়ক্রমে ভ্যাকসিন দেওয়ার উদ্যোগ সরকার নিয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেছেন, দেশের কোনো মানুষ যাতে ভ্যাকসিন থেকে বাদ না যায়, সেভাবে পদক্ষেপ নিয়েছি আমরা।
গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে মন্ত্রণালয় বা বিভাগসমূহের বার্ষিক কর্ম সম্পাদনা চুক্তি (এপিএ) স্বাক্ষর এবং শুদ্ধাচার পুরস্কার প্রদান অনুষ্ঠানে যুক্ত হয়ে আজ রোববার এ কথা বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
সরকার প্রধান বলেন, আমরা দেশের মানুষকে ভ্যাকসিন দেওয়া শুরু করেছি। আরো ভ্যাকসিন আসছে। আমাদের দেশের সব মানুষের জন্য যেন ভ্যাকসিনটা যাতে নিশ্চিত হয়, সেজন্য যত দরকার আমরা তা (ভ্যাকসিন) কিনবো। আমরা সেই ভ্যাকসিনটা সবাইকে দেব।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, আমরা চাচ্ছি যে, আমাদের দেশের মানুষ যেন কোনো রকম ক্ষতিগ্রস্ত না হয়। দেশের কোনো মানুষ যাতে ভ্যাকসিন থেকে বাদ না যায়, সেভাবেই কিন্তু আমরা পদক্ষেপ নিয়েছি।
এ সময় সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সরকার প্রধান বলেন, করোনার এই পরিস্থিতিতে সবাই যেন স্বাস্থ্যবিধিটা মেনে চলে, সেদিক সবাইকে দৃষ্টি দিতে হবে।
বাংলাদেশ সময়: ২০:৪৩:৩৬ ৬৭২ বার পঠিত #প্রধানমন্ত্রী #ভ্যাক্সিন #স্বাস্থ্যবিধি সকল নাগরিক