রবিবার, ১৮ জুলাই ২০২১

দ্রুতই ভ্যাকসিন সংকটের সমাধান হবে:বিক্রম কুমার

Home Page » জাতীয় » দ্রুতই ভ্যাকসিন সংকটের সমাধান হবে:বিক্রম কুমার
রবিবার, ১৮ জুলাই ২০২১



বাংলাদেশে ভারতের রাষ্ট্রদূত বিক্রম কুমার দোরাইস্বামী

বঙ্গ-নিউজ: ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার বিক্রম কুমার দোরাইস্বামী বলেছেন, ভারতে করোনা ভ্যাকসিনের চাহিদা বেড়েছে। একইসাথে উৎপাদনও বেড়েছে। দুটো মিলিয়ে জোগান বাড়লে বাংলাদেশ টিকা পাবে। পরিস্থিতিটা কোন পর্যায়ে আছে, সেটা জানতেই আমি দিল্লি যাচ্ছি। আশাকরি, দ্রুতই এই সংকটের সমাধান হবে।

আজ রোববার (১৮ জুলাই) দিল্লি যাওয়ার পথে আখাউড়া স্থলবন্দরে দাঁড়িয়ে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন দোরাইস্বামী। চুক্তি অনুযায়ী বাংলাদেশ কবে ভ্যাকসিন পাবে- এমন প্রশ্নের জবাবে আবারও আশার কথাই শোনালেন দোরাইস্বামী। তিনি বলেন, যদি জোগান বাড়ে তাহলে দ্রুতই বাংলাদেশ ভ্যাকসিন পেয়ে যাবে।

প্রতীকি ছবি -অ্যাস্ট্রোজেনেকা ভ্যাক্সিন

ভারতীয় হাইকমিশনার আরও বলেন, ভারত ও বাংলাদেশের মধ্যে ব্যবসা-বাণিজ্য বাড়ছে। এটাকে ধরে রাখতে হলে কিংবা আরও বাড়াতে হলে যোগাযোগ ব্যবস্থার উন্নতি ঘটাতে ঘটাতে হবে। সেই লক্ষ্যেই আখাউড়া-আগরতলা রেললাইনের কাজ দ্রুত এগিয়ে যাচ্ছে। কোভিডের কারণে মাঝে কিছুটা থমকে গিয়েছিল, তারপরও ডিসেম্বরের মধ্যে কাজ শেষ হবে।

দোরাইস্বামী বলেন, ভারত-বাংলাদেশের সম্পর্ক এখন যে কোনো সময়ের ভালো। দুই দেশের মধ্যে রপ্তানি বেড়েছে, যেটা উভয় দেশের জন্য খুব আনন্দের সংবাদ। যদি ডিসেম্বরের মধ্যে আখাউড়া-আগরতলা রেল যোগাযোগ চালু হয়ে যায় তাহলে সেটা হবে দারুণ মাইলফলক।

বাংলাদেশ সময়: ২০:৩০:৫২   ৪০৯ বার পঠিত   #  #  #  #