মঙ্গলবার, ১৩ জুলাই ২০২১
মার্কিন যুদ্ধজাহাজকে তাড়িয়েছে চীন,আমেরিকার অস্বীকার
Home Page » জাতীয় » মার্কিন যুদ্ধজাহাজকে তাড়িয়েছে চীন,আমেরিকার অস্বীকারবঙ্গ-নিউজ: দক্ষিণ চীন সাগর থেকে মার্কিন যুক্তরাষ্ট্রের একটি যুদ্ধজাহাজ তাড়িয়ে দিয়েছে চীনের সামরিক বাহিনী। যুদ্ধজাহাজটি চীনের পানিসীমা লঙ্ঘন করেছে বলে দাবি করা হয়েছে। তবে চীনের এমন দাবিকে ভিত্তিহীন বলে উল্লেখ করে মার্কিন নৌবাহিনী বলছে, আমাদের জাহাজ আন্তর্জাতিক পানিসীমায় অবস্থান করছিল।
গতকাল এক বিবৃতিতে চীনের পিপলস লিবারেশন আর্মির (পিএলও) সাউদার্ন থিয়েটার কমান্ড জানিয়েছে, মার্কিন যুদ্ধজাহাজ ‘ইউএস বেনফোল্ড’ অবৈধভাবে চীনের পার্সেল দীপপুঞ্জের পানিসীমায় প্রবেশ করে। এ ব্যাপারে তারা চীন সরকারের কোনো অনুমতিও নেয়নি। তাই জাহাজটিকে ধাওয়া করা হয়েছে।
এই ঘটনার পর, উত্তেজনা বৃদ্ধি করে এমন কর্মকাণ্ড বন্ধ করতে যুক্তরাষ্ট্রের প্রতি আহ্বান জানিয়েছে বেইজিং। চীন জানিয়েছে, এসব কর্মকাণ্ড আমাদের সার্বভৌমত্বে সরাসরি আঘাত হানার শামিল। ভবিষ্যতে এসব উস্কানি বন্ধ রাখতে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতি অনুরোধ করা হচ্ছে।
চীনের এমন দাবি ও অনুরোধ প্রত্যাখ্যান করে যুক্তরাষ্ট্র জানিয়েছে, মার্কিন জাহাজ চীনের পানিসীমা নয় বরং আন্তর্জাতিক পানিসীমা অতিক্রম করছিল। তাই এটা বন্ধ করার কোনো সুযোগ নেই। ভবিষ্যতেও আন্তর্জাতিক পানিসীমায় চলাচল অব্যাহত রাখা হবে। প্রসঙ্গত, দক্ষিণ চীন সাগরের পানিসীমা নিয়ে চীনের সঙ্গে কয়েকটি দেশের বিরোধ রয়েছে।
বাংলাদেশ সময়: ২০:৫৭:৪১ ১৪৫৭ বার পঠিত #অস্বীকার #চীন #তাড়িয়েছে #মার্কিন #যুদ্ধ জাহাজ