রবিবার, ১১ জুলাই ২০২১

কোপা আমেরিকার শ্রেষ্ঠত্বের মুকুট আর্জেন্টিনার

Home Page » খেলা » কোপা আমেরিকার শ্রেষ্ঠত্বের মুকুট আর্জেন্টিনার
রবিবার, ১১ জুলাই ২০২১



ফাইল ছবি

বঙ্গনিউজঃ কোপা আমেরিকার ফাইনালে চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিলকে ১-০ গোলে হারিয়ে ল্যাটিন আমেরিকার শ্রেষ্ঠত্ব অর্জন করল মেসির আর্জেন্টিনা। খেলা শুরুর ২২ মিনিটের মাথায় ডি মারিয়ার গোলে এগিয়ে যায় ম্যারাডোনার দেশ আর্জেন্টিনা। খেলার বাকি সময় আক্রমণ পালটা আক্রমণ হলেও কোন দলই আর গোল করতে পারতে নি। শেষ বাঁশি বাজার সাথে সাথেই উৎযাপনে মেতে উঠে আর্জেন্টিনা। মেসি এবং আআর্জেন্টিনার জন্য বহুল প্রতীক্ষিত এই শিরোপা। ২০১৪ বিশ্বকাপের ফাইনালে জার্মানির কাছে আবার পরের বছরও কোপা আমেরিকার ফাইনালেও চিলির কাছে পরাজয়। কিন্তু এবার আর শিরোপা হাত ছাড়া হয়নি বর্তমান সময়ের সেরা ফুটবলার লিওনেল মেসির। কেন তিনি শ্রেষ্ঠ এই কোপা আমেরিকাতেও তা বুঝিয়ে দিলেন ৪ গোল এবং ৫ এসিস্টের জন্য হয়েছেন কোপার সেরা খেলোয়াড় এবং সর্বোচ্চ গোলদাতাও তিনি।

বাংলাদেশ সময়: ১২:২২:৫৫   ৫১৪ বার পঠিত   #  #  #  #